এক্সক্লুসিভ ডেস্ক: সবুজ পাহাড়ে ঘেরা চারিপাশ, সমতল ভূমি থেকে কিছুটা উপরে সেই বাড়িটির অবস্থান। যার মূল্য মাত্র ৭০ টাকা। মাত্র ৭০ টাকায় সম্পূর্ণ বাড়ি পাওয়ার খবরটি রীতিমত অবাক করার মতোই ঘটনা।
শুনে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ইতালির সিসিলি, গাংগি, কেরেগ লিগার, পিগমন্ট বা লেকেনি মার্সির মতো জায়গায় পাওয়া যাচ্ছে এই ধরনের বাড়ি। এই ঘোষণা করেছেন স্বয়ং সিসিলির মেয়র গুইডো গোতজানে। তবে দেশটির প্রেসিডেন্ট হঠাৎ এমন হাজি মুহম্মদ মহসীনের মতো দেউলিয়া হয়ে গেলেন কেন?
প্রথমত, এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। এতমা মাউন্টেনের কাছাকাছি এবং উচ্চতা ৫ হাজার ফুটের উপর হওয়ায়, তাই ঠান্ডার সময় বরফ পড়াটা খুবই স্বাভাবিক।
দ্বিতীয়ত, শহুরে সুযোগ সুবিধার সাথে এই অঞ্চলের সংযোগ নেই। তবে পুরো এলাকায় সুনসান নিরবতা। স্থানীয় কিংবদন্তি হলো- এখানে নাকি ভূতের উপদ্রব। তবে প্রকৃত ঘটনা হলো প্রায় ৪০০-৫০০ বছর আগে তৈরি হওয়া এই এলাকাটি অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে।
তবে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, কখনও জলদস্যুদের আক্রমণের কারণে বারবার ঘরবাড়ি ছেড়ে এখানকার বাসিন্দারা অন্য কোথাও চলে গেছেন।
মেয়র নিজেই জানান, প্রায় দু’দশক আগে ৯ হাজারের বেশি লোক এই অঞ্চল থেকে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন। কেউ বা চলে গেছেন দেশেরই অন্য অঞ্চলে, বা ইউরোপের অন্য কোন দেশে। তবে বাড়িগুলো কম টাকাতে পেলে মেয়র একটা শর্ত রেখেছেন। তা হলো নষ্ট বাড়িগুলো আলাদা খরচে নিজে নিজে মেরামত করে নিতে হবে।