এক্সক্লুসিভ ডেস্ক : রাস্তাঘাটে যেখানে সেখানে প্রসাব করে অনেকেই। এতে যেমন রোগজীবাণু ছড়ায় অন্যদিকে দুর্গন্ধে হাঁটাচলা করা যায় না। তাই এখন থেকে সঠিক জায়গায় প্রস্রাব করলে মিলবে বখশিস। এক প্রতিবেদনে এ চটকদার খবর দিয়েছে এই সময়।
রাস্তাঘাটের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির মান বজায় রাখতে নয়া পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতের আমেদাবাদ পৌর কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন সরকারি শৌচালয় ব্যবহার করলে নাগরিকদের এক টাকা পুরস্কার দিতে যাচ্ছে কর্তৃপক্ষ।
শহরজুড়ে অসংখ্য গণশৌচালয় থাকা সত্ত্বেও প্রকৃতির ডাকে সাড়া দিতে শহরের পথঘাট বেছে নেয়ার বদাভ্যাস ভারতীয়দের মজ্জাগত। সমস্যার সমাধান খুঁজতে এবার অভিনব কৌশল নিতে চলেছে আমেদাবাদ পৌর কর্তৃপক্ষ।
রাস্তার যেসব জায়গা বেশি নোংরা করা হচ্ছে, সেখানে বিশেষ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হবে, কাছাকাছি যেকোনো সরকারি গণশৌচালয়ে প্রস্রাব করলে এক টাকা পুরস্কার দেয়া হবে। কর্তৃপক্ষের আশা, পুরস্কারের আকর্ষণে অন্তত সুমতি ফিরবে নাগরিকদের।
আমেদাবাদ পৌরসভার এ উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে একই কৌশল অবলম্বন করে সুফল পাওয়া গেছে নেপালের কাঠমান্ডু শহরেও। রাজধানীর দারেচৌক এলাকার গণশৌচালয় ব্যবহারকারীদের আর্থিক পুরস্কার দেয়ার রীতি চালু হওয়ার পর রাস্তার যত্রতত্র নোংরা করার প্রবণতা দূর হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পৌরসভার স্ট্যান্ডিং কমিটি। প্রাথমিক পর্যায়ে আমেদাবাদ শহরের ৬৭টি শৌচালয়কে এ প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা হয়েছে। সফল হলে শহরের অন্যত্রও এ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫ জুন,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমএস