মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৮:০৯

যে ৪টি অভ্যাস আপনার দৃষ্টিশক্তি কমিয়ে দিচ্ছে

যে ৪টি অভ্যাস আপনার দৃষ্টিশক্তি কমিয়ে দিচ্ছে

এক্সক্লুসিভ ডেস্ক: আচ্ছা, একবার ভাবুনতো আপনার যদি চোখ না থাকতো তাহলে কি কি অসুবিধা হতো? আসলে যারা চোখে দেখতে পান না একমাত্র তারাই বোঝেন দেখতে না পাওয়া কতোটা যন্ত্রণাদায়ক।
তাই আপনার চোখের দৃষ্টিশক্তি যাতে কমে না যায় সেই দিকটা গুরুত্বে সাথে লক্ষ্য রাখা দরকার। চলুন জেনে নিই আপনি নিজেই কিভাবে আপনার দৃষ্টিশক্তি কমিয়ে দিচ্ছেন।


১) আপনি ধূমপান করেন
সিগারেটে প্রায় ৭,০০০ কেমিক্যাল খুঁজে পাওয়া যায় যার মধ্যে কার্বন মনোঅক্সাইড অন্যতম। এই কেমিক্যালগুলো রক্তনালীর মারাত্মক ক্ষতি করে যার মাধ্যমে পুরো দেহে রক্ত সঞ্চালন হয়। এতে করে রক্তের মাধ্যমে পুষ্টি ও অক্সিজেনও পৌছায় না অঙ্গপ্রত্যঙ্গে। প্রয়োজনীয় রক্ত, অক্সিজেন এবং পুষ্টির অভাবে যেসকল অঙ্গ কর্মক্ষমতা হারায় তার মধ্যে আমাদের চোখ অন্যতম।

২) অনেকটা সময় পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোনের ব্যবহার
পিসি, ট্যাবলেট এবং মোবাইল ফোন যখন আমরা ব্যবহার করি তখন তা খুব কাছ থেকেই ব্যবহার করা হয়। দূর হতে এইসকল প্রযুক্তিগত জিনিস ব্যবহারের পথ এখনও আবিষ্কার হয় নি। আর এইসকল পোর্টেবল গ্যাজেটের ক্ষতিকর রশ্মি প্রতিনিয়ত আমাদের চোখ এবং চোখের পেশীর ক্ষতি করে চলেছে।
৩) সানগ্লাস না পড়া
সানগ্লাস শুধুমাত্র ফ্যাশনের জন্য ব্যবহার করা হয়, বিষয়টি তা নয়। অতিরিক্ত রোদে সানগ্লাস না পড়ে বাইরে বের হলে সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি আমাদের চোখে পৌছায় যা চোখের স্থায়ীভাবে ক্ষতি করে। এছাড়াও ধুলোবালি চোখে গেলে আমরা স্বাভাবিকভাবেই চোখ চুলকাই যা আমাদের চোখের পেশীতে দাগ ফেলে দেয়। এইসব কিছু থেকেই সানগ্লাস আমাদের রক্ষা করে।

৪) চলন্ত গাড়িতে কিছু পড়ার চেষ্টা করা
অনেকেই চলন্ত গাড়িতে বই পড়েন অথবা মোবাইলেই কিছু দেখার চেষ্টা করেন। এটি খুবই ক্ষতিকর অভ্যাস আপনার চোখের জন্য। চলন্ত গাড়িতে যখন আপনি বই পড়তে যান বা মোবাইলে কিছু দেখতে থাকেন তখন আপনার চোখকে বারবার ফোকাস করতে হয় গাড়ির ঝাঁকুনি ও গতির কারণে। এতে করে চোখের অনেক ক্ষতি হয় যার কারণে প্রচণ্ড মাথাব্যথা ও দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে