মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৯:৫৭

এবার সমুদ্রের তলায় তৈরি হচ্ছে টেনিস কোর্ট!

এবার সমুদ্রের তলায় তৈরি হচ্ছে টেনিস কোর্ট!

এক্সক্লুসিভ ডেস্ক : রূপকথার গল্পে মেলে ‘সমুদ্রের তলায় শহর’! তবে এবার সমুদ্রের তলায় তৈরি হচ্ছে টেনিস কোর্ট! এমন কথা বেমানান মনে হলেও কিন্তু বাস্তবে সত্যি।

প্রযুক্তির হাত ধরে বিশ্ব এবার সেই অভিজ্ঞতারও সাক্ষী হতে চলেছে।   সমুদ্রের নিচে দর্শকরা উপভোগ করবে টেনিস।  মাথার ওপর নীল জলরাশি। ঘুরছে নানা সামুদ্রিক মাছ, হাঙড়সহ বিভিন্ন জলজ প্রাণী।

খুব শিগগিরই দুবাইয়ে তৈরি হচ্ছে এমন এক টেনিস কোর্ট, যা থাকবে সমুদ্রের তলায়।  কোর্টটি তৈরি হয়ে গেলেই হয়তো শুরু হবে, ‘আন্ডারওয়াটার উইম্বলডন’।  দুবাইয়ের পাম আইল্যান্ডে বিলাসবহুল বুর্জ টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল।

সেই বুর্জ টাওয়ার সংলগ্ন উপকূলেই তৈরি করা হবে টেনিস কোর্টটি। এরই মধ্যে বিশ্বের প্রথমসারির কয়েকজন ইঞ্জিনিয়ার প্রকল্পটি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে।

ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, টেনিস কোর্টটির ছাদ তৈরি করা হবে কাচ দিয়ে।  প্রায় ১০৮ ফুট চওড়া হবে স্টেডিয়াম।  তবে আশ্চর্য টেনিস কোর্টটি তৈরিতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ যে বিস্তর রয়েছে তাও স্বীকার করছেন তারা।  

ইঞ্জিনিয়ার দলের সদস্য শারা ফ্রে’র কথায়, সবচেয়ে চিন্তার বিষয় হলো কোনোভাবে যাতে ছিদ্র না তৈরি হয়।  সমুদ্রের জলের চাপ নেয়ার মতো ক্ষমতা থাকবে হবে।  

তিনি জানান, প্রথমে কাচ দিয়ে পুরো কোর্টটি তৈরি করে, তারপর পাম্প করে জল বের করতে হবে।  খুব শিগগিরই আমরা কাজ শুরু করছি।  আশা করি, কয়েক বছরের মধ্যেই পানির নিচে টেনিস উপভোগ করবে বিশ্ববাসী।  তথ্যসূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে