এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীতে কত কিছুই না ঘটে। তবে চলমান এই পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা মস্তিষ্কের পাতায় আজীবন স্মৃতি হয়ে জমা থাকে। যা কখনও মুছে ফেলা যায় না। প্রিয় মানুষের মৃত তেমনই এক বেদনা দায়ক স্মৃতি। যা মানুষ কখনও ভুলতে পারে না।
গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রোমান ক্যাথলিক গির্জায় তেমনই এক ঘটনা ঘটেছে যা মানুষের কল্পনাতেও ছিল না।
সেখানে এক অধিবাসীর মৃত্যু হওয়ায় এক কবরস্থানে এসে প্রার্থনা করছিলেন ধর্মযাজক। ব্রাসিলিয়ার কাছে একটি কবরস্থানে খোঁড়া কবরের কাছে মৃতের কফিনটি রাখা ছিল। লাশের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন ধর্মযাজক অ্যালেক্স নোভাইস ডি ব্রিটো। এ সময় হঠাৎ তার পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে। পরবর্তীতে তিনি এবং শেষকৃত্যের দায়িত্ব পালরত ৩ ব্যক্তি কবরের মধ্যে পড়ে যান।
তবে এতে কেউ গুরুতর আহত হননি। স্থানীয় পুলিশ এ তথ্য দিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।
ওই ধর্মযাজকের কাছ থেকেও প্রাথমিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনা ‘মুহূর্তটাকেই নষ্ট করেছে’ বলে একটি সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেন তিনি। কি কারণে পায়ের তলা থেকে মাটি সরে গেলো, তা তদন্ত করে দেখছেন পুলিশ কর্মকর্তারা। তবে ঘটনার চার মাস কেটে গেলেও পুলিশ তদন্ত করে কোন সত্য উদঘাটন করতে পারে নি।
সূত্র: পিটিআই