মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৮:৪৮

চালকের কাছে ‘দুঃস্বপ্ন’ যে ব্রিজ!

চালকের কাছে ‘দুঃস্বপ্ন’ যে ব্রিজ!

এক্সক্লুসিভ ডেস্ক : রোলারকোস্টার ভেবে ভুল করবেন না। এটা একটি ব্রিজ। জাপানের এশিমা ওহাশি সেতু মানব সভ্যতার এক বিস্ময়।  বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু এটি।  ব্রিজটি পেরুনো চালকদের কাছে দুঃস্বপ্নই বটে।

এক ঝলকে দেখলে মনে হবে কোনো সুউচ্চ পাহাড়।  ব্রিজের সামনে এসে অভিজ্ঞ চালকও একবার ইষ্টনাম জপ করে নেন।  তারপর যাত্রা শুরু। রোলারকোস্টারে যেমন অনেকটা উঁচুতে উঠে তীব্র গতিবেগে নামতে হয়, জাপানের এশিমা ওহাশি ব্রিজ পেরুনোও সেই রকমই এক অভিজ্ঞতা।

প্রায় ২ কিলোমিটার উঁচুতে উঠে, তারপর নামার পালা।  সেতুটি চওড়ায় ১.৭ কিলোমিটার।  জাপানের লেক নাকাওমির ওপর তৈরি এই সেতু মাত্‍‌সু ও সাকাইমিনাতো শহরের সাথে যোগাযোগ।  দুটি গুরুত্বপূর্ণ শহরকে যোগাযোগ করার জেরে সেতুটিতে যানবাহনের বেশ চাপও থাকে।-এইসময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে