বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৩:০৯

মাসে যত টাকা বিল আসে মিটারের এই ছোট্ট লাল বাতিটির জন্য

মাসে যত টাকা বিল আসে মিটারের এই ছোট্ট লাল বাতিটির জন্য

এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণ গ্রাহকদের টুপি পরিয়ে প্রতিমাসে কোটি কোটি টাকা অতিরিক্ত আয় করছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা! কীভাবে এই অতিরিক্ত আয় করছে তারা তা জানলে আপনি চমকে উঠবেন। এমনকি ভিরমিও খেতে পারেন। কারণ আপনারই মিটারে একটা অতিরিক্ত লাল আলো লাগিয়ে দিয়ে এই বিপুল টাকা আয় করছে বিদ্যুৎ সংস্থাগুলো।

এখন বেশিরভাগ বাড়িতেই স্মার্ট ইলেকট্রিক মিটার আছে। সেই মিটারের দিকে কখনও খুব মনোযোগ দিয়ে দেখেছেন। তাহলে অবশ্যই আপনার নজরে পড়ে থাকবে একটি ছোট্ট লাল আলো জ্বলছে। দিনের বেলায় হয়তো আপনি ভালো করে বুঝতে পারছেন না।

কিন্তু সন্ধের অন্ধকার নামলেই আপনার বাড়ির স্মার্ট মিটারের সামনে গিয়ে দাঁড়াবেন। তখন স্পষ্ট বুঝতে পারবেন একটি ছোট্ট লাল আলো জ্বলছে। এটি দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ মিটারের মধ্যে এই আলো দেওয়া হয়েছে কেন?

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি বলছে, আপনার মিটারটি যে চালু আছে, তা কাজ করছে সেটার পরিচয় হল এই লাল আলোটি। কোন‌ও স্মার্ট মিটার সঠিকভাবে চলা মানে এই লাল আলোটি জ্বলবে। এটি বন্ধ হয়ে গেলে মিটারে কোন‌ও সমস্যা হয়েছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু এই ছোট্ট লাল আলো জলার জন্য‌ও বিদ্যুৎ খরচ হয়। আর তা আপনার বিল থেকেই আদায় করে কোম্পানি।

বিশেষজ্ঞদের হিসেব বলছে, মিটারের ওই লাল আলোর জন্য মাসে ১ ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হয়। যার গড়পড়তা দাম ৮ টাকার আশেপাশে। এই সামান্য টাকার জন্য বিশেষ চিন্তিত হওয়ার কিছু হয়তো নেই। কিন্তু একবার ভেবে দেখুন তো আপনার গোটা অ্যাপার্টমেন্টে বা পাড়ায় ঠিক এইরকম কত বিদ্যুতের মিটার আছে? তাদের সবার বাড়ি থেকে যদি ৮ টাকা করে অতিরিক্ত আদায় করে বিদ্যুৎ সংস্থা তবে কত টাকা হয়!

আরও বিস্ময়কর বিষয় কি জানেন? শুধু আপনার পাড়া নয়, একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অধীনে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি গ্রাহক থাকে। অর্থাৎ এইভাবে অতিরিক্ত ৮ টাকা প্রত্যেক গ্রাহকের থেকে তারা নিয়ে থাকে।

এইভাবে প্রতি মাসে অতিরিক্ত কয়েক কোটি টাকা আয় করে বিদ্যুৎ সংস্থাগুলো। অথচ এই অতিরিক্ত বিদ্যুৎ খরচ গ্রাহক স্বেচ্ছায় করে না। সেটা তার কোন‌ও কাজে না লাগা সত্ত্বেও তারা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে ওই টাকা দিতে বাধ্য হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে