বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ০৭:৪৫:৫৫

যা ব্যবহারে মুখের লোম দূর হওয়ার পাশাপাশি ত্বকও হবে উজ্জ্বল

যা ব্যবহারে মুখের লোম দূর হওয়ার পাশাপাশি ত্বকও হবে উজ্জ্বল

এক্সক্লুসিভ ডেস্ক : অনেক মেয়ের মুখে লোম দেখা যায়। এটি অনেকেই পছন্দ করেন না। এর কারণে কারও মেকআপ ঠিকভাবে বসে না, কারও হয়ত ব্লেন্ডিং করতে সমস্যা হয়, কারও মুখে আবার অতিরিক্ত ঘামের সমস্যা। তাই মুখের লোম তারা দূর করতে চান।

মুখের লোম দূর করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বেছে নেওয়া হয় ওয়াক্সিং বা লেজার ট্রিটমেন্ট। এসবের ব্যবহারে সাময়িক মুক্তি মিললেও সমস্যা কিন্তু পুরোপুরি দূর হয় না। বরং অনেকক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ত্বকে লেজার ট্রিটমেন্ট নিলে কিছুদিন পর ত্বকে দাগ পড়তে শুরু করে। ওয়াক্সিং করলে পুড়ে যায় লোমের গোড়া। তাই এক্ষেত্রে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়-

পেঁপে ও হলুদের ব্যবহার : পাকা পেঁপের কয়েক টুকরো কেটে হাত দিয়ে চটকে তার সঙ্গে মেশান আধা চা চামচ হলুদ। এটি মুখে মেখে অপেক্ষা করুন মিনিট দশেক। এরপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাবেন।

ডিম ও কর্ন স্টার্চের মিশ্রণ : এক চা চামচ কর্ন স্টার্চ ও একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ভালোভাবে মুখে লাগিয়ে নিন। তবে এটি আপনার ত্বকের জন্য বেশ ভালো। ত্বকে জমে থাকা মৃত কোষ ও লোম তুলতে কাজ করবে এটি।

দুধ ও জেলোটিনের ব্যবহার : প্রথমে এক টেবিল চামচ জেলোটিন ও তিন টেবিল চামচ দুধ নিন। এরপর তার সঙ্গে মেশান আধা চা চামচ লেবুর রস। এরপর মিশ্রণটি গরম করে নিন। নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে একটু পুরু করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধীরে ধীরে টেনে তুলুন। এতে মুখ পরিষ্কার হবে, ত্বকও সুন্দর থাকবে।

লেবুর রস, মধু ও ওটস : এক চা চামচ লেবুর রস, দুই চা চামচ মধু ও এক চা চামচ ওটস ব্লেন্ড করে নিন। মিশ্রণ তৈরি হলে সেটি পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন। এটি বেশ ভালো কাজ করে। সপ্তাহে অন্তত দুইদিন এভাবে ব্যবহার করলে দ্রুতই সমাধান মিলবে। মুখের লোম দূর হওয়ার পাশাপাশি ত্বকও থাকবে উজ্জ্বল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে