রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১০:০০:৩৭

অনেকেই জানেন না পুরুষদের জামার পিছনে এই অংশটি থাকার কারণ

অনেকেই জানেন না পুরুষদের জামার পিছনে এই অংশটি থাকার কারণ

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি নিশ্চয়ই জামার পেছনে এই অংশটি দেখে থাকবেন, লুপ (loop) বলা হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন এটি থাকে কেন বা কি কারনেই রাখা হয়। 


আবার কেউ কেউ বলেন এটি শুধু নাকি ফ্যাশনের (fashion) জন্য। তবে বেশিরভাগ মানুষই মনে করেন এর কোনো কাজেই লাগে না, কিন্তু যখনই কিছু তৈরি করা হয় তার পিছনে নিশ্চয়ই কোনও কারণ থাকে।


এই লুপটি বিশেষ কারণেই ব্যবহার করা হতো। যদিও পুরুষদের পোশাকে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু লুপটির কোন পরিবর্তন হয়নি। গত কয়েক দশক ধরে পুরুষদের পোশাকে এটি একটি অত্যাবশকীয় (essential) অংশ হিসেবে পরিণত হয়েছে।


মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ধরনের লুপকে বলা হয় ‘লকার লুপ’। অতীতে জলজাহাজের নাবিকদের জন্যই পোশাকের এই অংশটি তৈরি করা হয়েছিল। আসলে, তাদের দীর্ঘদিন সমুদ্রে কাটাতে হতো। তাই জামা পরিস্কার করার পর হ্যাঙ্গার ছাড়াই এই লুপের সাহায্যে জামা ঝুলিয়ে রাখা হতো এবং তাতেই জামা শুকিয়ে যেত।


এছাড়া এই লুপটি এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে জামা ঝুলিয়ে রাখলেও তাতে ভাঁজ পরবে না। ফলে পরের দিন ওই পোশাকই নাবিকরা আবার পরতে পারতেন। অনেক সময় জাহাজের হুঁকেই নাবিকরা তাদের জামা কাপড় ঝুলিয়ে রাখতেন।

তাহলে এবার বুঝতে পেরেছেন লুপটি এই কারণেই বানানো হয়েছিল। হয়তো নাবিকদের প্রয়োজন এতদিনে ফুরিয়েছে। কিন্তু ফ্যাশনের জগৎ থেকে এই লুপটি বিলুপ্ত হয়নি। বর্তমানে এটি কেবল ফ্যাশন হয়েই জামার পিছনে ঝুলে থাকে। বর্তমানে অনেকেই এটিকে ‘লকার লুপস’ বলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে