আন্তর্জাতিক ডেস্ক : আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান প্রায়ই অদ্ভুত ঘটনার জন্য শিরোনামে থাকে। কয়েক মাস আগে একটি আইন নিয়েও সমালোচনা হয়েছিল। সিন্ধু প্রদেশের একটি অদ্ভুত বিল আনা হয় আর এই বিলটি তখন সারা বিশ্বে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।
ওই বিলটিতে বলা হয়েছিল ১৮ বছর বয়সে বিয়ে বাধ্যতামূলক করতে হবে। এমনকি আইন অমান্য করলে কঠোর শাস্তির হবে। পাকিস্তানি রাজনীতিরা বলেছেন এটি সামাজিক কুফল ও শিশু ধর্ষণ প্রতিরোধে সাহায্য করবে। এই প্রতিবেদনে আমরা পাকিস্তানের তেমনি কয়েকটি অদ্ভুত আইনের কথা জানিয়েছি, যা শুনলে আপনিও হেসে গড়াগড়ি দেবেন।
১) পাকিস্তানের অনুমতি ছাড়া কারো ফোন স্পর্শ করলে বেআইনি বলে বিবেচিত হবে। ভুলবশত কেউ অন্য কারো ফোন স্পর্শ করলে শাস্তির বিধান রয়েছে। যে ব্যক্তি এটি করে তার ছয় মাসের জন্য জেল হতে পারে।
২) আপনি পাকিস্তানে কিছু শব্দ ইংরেজিতে অনুবাদ করতে পারবেন না। এই শব্দগুলি কে ইংরেজিতে অনুবাদ করা অবৈধ বলে বিবেচিত হয়। শব্দগুলো হল — আল্লাহ, মসজিদ, রাসুল ও নবী। এগুলো ইংরেজিতে অনুবাদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৩) পাকিস্তানের শিক্ষার উপর ট্যাক্স দিতে হয়। কোন শিক্ষার্থী শিক্ষাক্ষাতে যদি দুই লাখের বেশি খরচ করে তাকে ৫ শতাংশ করে দিতে হয়। সম্ভবত এই ভয়েই হয়তো পাকিস্তানের মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত নয়।
৪) পাকিস্তানে একটি ছেলে যদি তার বান্ধবীর সাথে বসে গল্পগুজব করার সময় ধরা পড়ে তাকে জেলে দেওয়া হয়। আইন অনুযায়ী, কোন মেয়ের সাথে বন্ধুত্ব করা যাবে না।
৫) পাকিস্তানের কোনও নাগরিক ইসরাইল দেশে যেতে পারবে না। বিশ্বের প্রতিটি দেশ ইসরাইলকে দেশ হিসেবে স্বীকৃতি দিলেও পাকিস্তান সে পথে হাঁটতে নারাজ। এমনকি পাকিস্তানের ভিসায় লেখা আছে, আপনি পৃথিবীর যেকোনো দেশে চলে যান ইসরাইল ছাড়া।