সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪, ১২:৪৯:১৫

কেন কালো চশমা পড়েন অন্ধ লোকেরা? জানেন না ৯০% মানুষ

কেন কালো চশমা পড়েন অন্ধ লোকেরা? জানেন না ৯০% মানুষ

এক্সক্লুসিভ ডেস্ক : চোখ শরীরের একটি মূল্যবান এবং খুবই স্পর্শকাতর অঙ্গ। পৃথিবীর সৌন্দর্য আমরা শুধু চোখ দিয়েই দেখতে পারি। যারা জন্মান্ধ বা যাদের চোখ নষ্ট হয়ে গেছে তাদের কাছ থেকে চোখের দাম জিজ্ঞেস করুন। সুতরাং আপনারও চোখের যত্ন নেওয়া উচিত। খারাপ লাইফস্টাইলের কারণে চোখ দুর্বল হতে শুরু করে।

তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ব্যক্তি অন্ধ বা যাদের চোখে কিছু সমস্যা আছে তাদের তারা কেবল গাঢ় কালো চশমা পরেন। কখনো ভেবেছেন কালো চশমার সাথে চোখের সম্পর্ক কী? তাহলে জেনে নেওয়া যাক অন্ধদের কালো চশমা পরার পরামর্শ দেওয়া হয় কেন।

শুধু অন্ধ ব্যক্তিরা কালো চশমা পরেন তা নয়, যাদের চোখে সংক্রমণ আছে বা ছানির মতো অপারেশন হয়েছে তারাও কালো চশমা ব্যবহার করেন। চিকিৎসকরা তাদের কালো চশমা পরার পরামর্শ দেন। তাহলে জেনে নেওয়া যাক কালো চশমা কিভাবে চোখকে রক্ষা করে।

একজন অন্ধের চোখ পুরোপুরি নষ্ট হয় না, অনেক অংশে কাজ করে। তবে বেশিরভাগ মানুষের চোখ ছবি গঠন করতে অক্ষম। এছাড়া চোখের অনেক রোগ আছে, যার কারণে মানুষ অন্ধ হয়ে গেলেও অন্ধ ব্যক্তির চোখের কিছু অংশ সব সময় কাজ করে।

একজন অন্ধ হবার চক্ষুরোগী সূর্যের আলোতে গেলে সাধারণত মানুষের চোখের চেয়ে তার চোখ বেশি কষ্ট পায়। তাদের চোখ জ্বলতে থাকে। কখনো কখনো এই ব্যাথা এতটাই অসহ্য হয় যে ওই আক্রান্ত ব্যক্তি ১০ পা হাঁটতেও পারে না।

বেশিরভাগ অন্ধ মানুষের চোখের সামনে কমলা রঙ থাকে। এমন পরিস্থিতিতে গাঢ় কালো রঙের চশমা সূর্যের রশ্মি চোখে পৌঁছাতে বাধা দেয়, ফলে চোখ বিশ্রাম পায়। তাই অন্ধ ও চক্ষু রোগীদের বিশেষ ধরনের গাঢ় রঙের চশমা দিয়ে থাকেন চিকিৎসকরা। উল্লেখ্য, অন্ধদের কালো চশমা সাধারণ নাগরিকদের সানগ্লাস থেকে আলাদা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে