ছিল ৫০০, এখন ৫০!
এক্সক্লুসিভ ডেস্ক : যেখানে সেখানেই প্রসাব করা। কিন্তু নির্দিস্ট জায়গায় লাগে ৫ টাকা। ঢাকা শহর বলে কথা। কে শোনে কার কথা। তবে এবার শোনাবে ঢাকা কেন্দ্রীয় কারাগার। সত্যিই কি তাই?
ডিআইজি গোলাম হায়দারের বাস ভবন বলে ডিজিটাল ফেস্টুন। ফেস্টুনের ভাষায়, ‘৫০ জুতার বারি আর জরিমানা ৫০ টাকা’। অবশ্য আগে ছিল ৫০০ টাকা জরিমানা ও জুতা পেটা ৫০০।
সীমানা প্রাচীরে মূত্র ত্যাগের অপরাধে এমন শাস্তি। বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা গেছে।
গত ৩ এপ্রিল ডিজিটাল ফেস্টুনে ছিল ‘৫০০ জুতার বারি, ৫০০ টাকা জরিমানা’। ১২তম দিনে পরিবর্তন আনা হয়েছে।
দেখা গেছে, ডিজিটাল ফেস্টুন তিনটি আগেরই। শুধুমাত্র কালো কালি দিয়ে একটি শূন্য মুছে করা হয়েছে ৫০। সতর্কবাণীটি লেখা পাঁচ লাইনে ও চার রঙে।।
সতর্কবাণীর পাশাপাশি রয়েছে প্রচারে টেম্পু স্টান (স্ট্যান্ড), সৌজন্যে : আবুল ভাই। এসব আগেই ছিল।
কারাগারের প্রধান ফটক থেকে চকবাজার, এর প্রায় মাঝামাঝি অবস্থান ডিআইজির বাসভবন। প্রাচীরের বিপরীত পাশেই লেগুনার স্ট্যান্ড। প্রাচীর ঘেঁষে মালবাহী পরিবহন পার্কিং করা থাকে সব সময়।
এমন ডিজিটাল ফেস্টুন দেখে ভয়ে মূত্রত্যাগ রোধ করতে পারছেন না সংশ্লিষ্টরাও। যার নাম ফেস্টুনে সেই ‘আবুল ভাই’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি করেন। তিনি নিজ খরচায় এসব লাগিয়েছেন।
২২ সেপ্টেম্বর,২০১৫/েএমটি নিউজ২৪/এএস