মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৫:৩৫

মুরগি নাচিয়ে ‌‘মুরগি চোর’!

মুরগি নাচিয়ে ‌‘মুরগি চোর’!

এক্সক্লুসিভ ডেস্ক : মাথার ওপর জ্যান্ত মুরগি তুলে নাচানাচির ফলে পশুপ্রেমীদের রোষানলে পড়লেন শিবসেনা।  এভাবে নিরীহ পশুদের ওপর অত্যাচার পশু সুরক্ষা আইন লঙ্ঘন।  এমন ঘটনা ঘটেছে উপনির্বাচনে  বিজয়োত্‍সবে।

বান্দ্রা পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে গো-হারা হেরেছেন সাবেক শিবসেনা নেতা নারায়ণ রাণে।  নির্বাচনী প্রচারে তাকে ‘মুরগি চোর’ বলে কটাক্ষ করেছিলেন সেনা নেতৃত্ব।  তার হারের পর শিবসেনা সমর্থকরা বিজয়োত্‍সবে জ্যান্ত মুরগি ঝুলিয়ে ও শূন্যে দুলিয়ে রাণেকে বিদ্রূপ করে আনন্দ প্রকাশ করেন।  কিন্তু বুধবারের এ কাণ্ডে দারুণ চটেছে পশু অধিকার সংরক্ষণ সংগঠনের (পেটা) সদস্যরা।

বুধবার পেটার মুখ্য আধিকারিক পূর্বা জোশিপুরা বলেন, পশুরা রাজনীতি করে না।  অথচ মানুষ রাজনীতির জয়োল্লাসে পশুদের ওপর অত্যাচার করে।  মুরগি কখনো মানুষকে ভীতি প্রদর্শন করে না।  পৃথিবীতে তারাই সম্ভবত নিরীহ পশু যাদের ভোটাধিকার নেই, শুধু আমাদের করুণার ওপর তারা নির্ভর করে।

প্রসঙ্গত, ২০১২ সালে পেটার প্রভাবে নির্বাচনী প্রচারে কোনো পশু ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে