মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৮:৫৯

এক গণ্ডার পাহারায় চৌকস সেনাবাহিনী

এক্সক্লুসিভ ডেস্ক : অত্যন্ত বিরল প্রজাতির নর্দান সাদা গণ্ডার বিশ্ব থেকে বিলুপ্ত হতে বসেছে।  সম্প্রতি কেনিয়ায় এ প্রজাতির সর্বশেষ গণ্ডারটি দেখা গেছে। একে রক্ষার জন্য সশস্ত্র রক্ষী নিয়োগ করেছে কেনিয়া সরকার।  

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট ও ইন্ডিপেনডেন্ট।

সর্বশেষ গণ্ডারটিকে বাঁচানোর জন্য কেনিয়ার সেনাবাহিনীর সবচেয়ে চৌকস অংশের একটি ক্ষুদ্র ইউনিটকে চব্বিশ ঘণ্টা দেয়া হয়েছে এ ‍গুরু দায়িত্ব।
তবে চোরাশিকারীদের হাত থেকে পুরুষ গণ্ডারটি পুরোপুরি রক্ষা পায়নি।  সেনা প্রহরার আগেই একবার চোরাশিকারীদের হাতে শিং হারায় গণ্ডারটি।

শিংহীন এই পুরুষ গণ্ডারটিকেই উদয় অস্ত পাহারা দিচ্ছে সেনাবাহিনী।  কারণ পুরুষ গণ্ডারটিকে রক্ষা করা গেলে, রক্ষা করা যাবে গোটা একটা প্রজাতি।
প্রহরায় রাখা গণ্ডারটির বয়স এখন ৪৩ বছর।  আনুপাতিক গড় বয়স হিসেবে আর মাত্র সাত বছর বাঁচার কথা।

কেনিয়া আশা করছে, এ পুরুষ গণ্ডারটিকে রক্ষা করা গেলে ধীরে ধীরে বংশবৃদ্ধির মাধ্যমে হয়তো বাঁচানো যাবে।  জানা গেছে, প্রায় ৫০ মিলিয়ন বছর ধরে এ প্রজাতির গণ্ডার পৃথিবীতে বিচরণ করছে।  কিন্তু বর্তমানে গণ্ডারের সিংসহ দেহের বিভিন্ন অংশ অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে।  

বিশ্বে মোট পাঁচটি এ প্রজাতির গণ্ডার রয়েছে বলে জানা গেছে।  তার মধ্যে মাত্র একটি পুরুষই বর্তমানে রয়েছে।  এ পুরুষ গণ্ডারটিকে রক্ষায় তাই পদক্ষেপ নিয়েছে কেনিয়া সরকার।  বর্তমানে কেনিয়ার একটি অভয়ারণ্যে বাস করছে এ গণ্ডারটি।  এর আগে গণ্ডারগুলোকে রক্ষার জন্য এগুলোর দেহে রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হয়।

১৯৬০ সালেও বিশ্বে দুই হাজারের বেশি ‘নর্দান হোয়াইট রাইনো’ প্রজাতিটি ছিল।  কিন্তু ১৯৮৪ সালেই এক জরিপে দেখা যায়, তাদের মাঝে মাত্র ১৫টি অবশিষ্ট আছে।  বর্তমানে তাদের মধ্যে মাত্র পাঁচটি অবশিষ্ট আছে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে