এক্সক্লুসিভ ডেস্ক : অ্যাডভেঞ্চার প্রিয় যেকোনো নৌকাভ্রমণকারীর কাছে ফিলিপাইনের পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী অত্যন্ত পরিচিত এক নাম। ননদীর দৈর্ঘ্য ৮ দশমিক ২ কিলোমিটার তবে নৌকা চলার নাব্যতা আছে চার কিলোমিটার পর্যন্ত আর সুড়ঙ্গটি প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ। অন্ধকারাচ্ছন্ন স্থান, নীরব, এবং শীতল এই স্থান যেকারোর গা ছমছম করতে বাধ্য।
ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এটি পালাওয়া দ্বীপে কার্স্ট চুনাপাথর পাহাড়ের নিচে অবস্থিত। নদীটি কাবায়ুগান নদীর সাথে দক্ষিণ চীন সাগরের সংযোগ ঘটিয়েছে। নদীটির তীর জুড়ে আটটি বন এবং প্রায় ৮শ’ প্রজাতির গাছ রয়েছে। সুড়ঙ্গটি বেশ কিছু ছোট-বড় সুড়ঙ্গ নিয়ে গঠিত।
নদীটির মাঝে এমন কিছু সুড়ঙ্গ আছে যেগুলো ৩৯০ ফুট চওড়া এবং ২০০ ফুট উঁচু। প্রকৃতির সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচিত আশ্চর্যতম সৃষ্টি ফিলিপাইনে অবস্থিত পুয়ের্তো প্রিন্সেসা পার্কের ভূগর্ভস্থ এই নদীটি ১৯৭১ সালের ২৬শে মার্চ, মৃত রাষ্ট্রপতি ফারডিন্যান্ড ই মারকস-এর নির্দেশে তৈরী করা হয়।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/