এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের চণ্ডীগড়, ২০১২ সালে বিকানির থেকে শেরু নামের এক গাধাকে নিয়ে এসেছিল তার মালিক। মালিক মহিন্দ্র সিংহ পঞ্জাবের বাসিন্দা।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ৫৪ ইঞ্চির লম্বা এই গাধাটি আপাতত হরিয়ানার একটি জনপ্রিয় পশু মেলায় প্রদর্শন করে রাখা রয়েছে। মেলায় পশুটির দাম উঠেছে তিন লাখ টাকা, যা প্রায় দুটি ন্যানো গাড়ির সমান।
তিন লাখ টাকা দিয়ে গাধাটি কিনতে ইচ্ছুক বহু ক্রেতা কিন্তু মহিন্দ্র সিংহ তাতে বেচতে আগ্রহী নয়। মহিন্দ্রর দাবি, তিনি মূলত গাধাটিকে সঙ্কর প্রাণীর উত্পাদনে ব্যবহার করেন।
শেরুকে ঘোড়ার সঙ্গে প্রজনন করিয়ে উচ্চমানের খচ্চর উত্পাদন করার কাজে ব্যবহার করেন তিনি। প্রতিবার শেরুর সঙ্গে ঘোড়ার প্রজননের সময় মহিন্দ্র সিংহ পাঁচ হাজার টাকা দাবি করে। এর ফলে এক মাসেই হয়তো দু' থেকে আড়াই লাখ টাকা রোজগার হয় তাল। গরমকালে আয়ের পরিমাণ অনেক বেড়ে যায়।
হরিয়ানা এবং পঞ্জাব অঞ্চলের সব পশু মেলাতেই যান তিনি। প্রতিদিন শেরুকে তার মালিক মহিন্দ্র চারশ' টাকার খাবার দেয়। সারাদিনে শেরুর খাদ্য তালিকায় রয়েছে, পাঁচ কেজির চানা, এক কেজির গুড়।
এছাড়া টানা ছ'মাস শেরুকে তার মালিক ১০ কেজির গাওয়া ঘি খাইয়েছে। শেরু সির্সা, ফটেহবাদ, জিন্দ এবং হিসার অঞ্চলে খুবই জনপ্রিয়।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/