বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪, ০৫:৫৫:৩৬

ভুলেও এড়িয়ে যাবেন না শরীরের এই ৫ লক্ষণ

ভুলেও এড়িয়ে যাবেন না শরীরের এই ৫ লক্ষণ

এক্সক্লুসিভ ডেস্ক : ডায়াবেটিস বহুমূত্র রোগ নামে সবার কাছে পরিচিত। ডায়াবেটিস এমন এক ধরনের রোগ যেখানে রক্তের গ্লুকোজের মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। 

শরীর যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে পারে না বলে এমন হয়। এই রোগের সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকায় অনেক সময় এর কিছু লক্ষণকে অনেকেই স্বাভাবিক মনে করেন। ডায়াবেটিসের এই লক্ষণগুলো জেনে নিন 

১. ত্বকের রং পরিবর্তন
ডায়াবেটিসের একটি অন্যতম লক্ষণ হলো ত্বকের রং পরিবর্তন হওয়া। ত্বকের বিভিন্ন জায়গায় কালো ছোপ ছোপ দাগ তৈরি হয়। বিশেষ করে গলার ভাঁজে, বগলের আশপাশে ত্বকে ছোপ ছোপ বর্ণ দেখা যায়।

২. বারবার সংক্রমিত হওয়া
ডায়াবেটিক রোগীদের রক্তে সুগারের পরিমাণ উচ্চ মাত্রায় থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন, ইস্ট ইনফেকশন ও ত্বকের প্রদাহজনিত সমস্যা সৃষ্টি হয়।

৩. দুর্বল দৃষ্টিশক্তি
অনেক ডায়াবেটিক রোগীই দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভোগেন। রক্তে অতিমাত্রায় গ্লুকোজের কারণে হঠাৎ করে চোখে ঝাপসা দেখা দেওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়।

৪. শ্রবণশক্তিজনিত সমস্যা
রক্তে উচ্চমাত্রায় গ্লুকোজ থাকার জন্য কানের ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। ফলে ডায়াবেটিক রোগীদের শ্রবণশক্তি কমে যায়।

৫. হাত ও পা অবশ হওয়া
ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ হলো হাত, পায়ের টিস্যু অবশ হয়ে যাওয়া। ফলে হাত-পা অনুভূতিহীন মনে হয় সাময়িক সময়ের জন্য। এসব লক্ষণ দেখা দিলে গুরুত্ব সহকারে বিবেচন করতে হবে এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে