শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১১:৫৩:৩১

ওয়ালটনের এসিতে ১ ঘণ্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২ টাকা ১৯ পয়সা

ওয়ালটনের এসিতে ১ ঘণ্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২ টাকা ১৯ পয়সা

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘ইনভার্না’ সিরিজের ওয়ালটনের এ এসি শুধু বাংলাদেশই নয়, বরং উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বলে জানিয়েছে ওয়ালটন। 

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে, ইকো মুডে ওয়ালটনের আল্ট্রা এনার্জি সেভিং ১ টনের এই এসি ব্যবহারে ঘণ্টায় বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র ২ টাকা ১৯ পয়সা।

বিদ্যুৎসাশ্রয়ী এসি বাজারে আনল বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটশনের (বিএসটিআই) বিবেচনায় ৫.৫ স্টার এনার্জি রেটিং পাওয়ার এই এসির এক দিনের খরচ মাত্র ৬৫ টাকা।

‘ইনভার্না’ সিরিজের ওয়ালটনের এ এসি শুধু বাংলাদেশই নয়, বরং উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বলে জানিয়েছে ওয়ালটন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে, ইকো মুডে ওয়ালটনের আল্ট্রা এনার্জি সেভিং ১ টনের এই এসি ব্যবহারে ঘণ্টায় বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র ২ টাকা ১৯ পয়সা।

এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের বিদ্যুৎ সাশ্রয়ে সক্ষমতা বোঝায় স্টার রেটিংয়ের মাধ্যমে। যে পণ্যের স্টার রেটিং যত বেশি, সে পণ্য তত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী বলা হয়। বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসিতেই বিএসটিআইয়ের সনদ পাওয়া ৩ বা তারও বেশি স্টার রেটিং রয়েছে।

জানা গেছে, দেশে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ এসি বিক্রি হয়, তাতে ওয়ালটনের ৫.৫ স্টার রেটিংয়ের এসি ব্যবহৃত হলে বছরে ৭২ কোটির বেশি কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, অর্থমূল্য বিবেচনায় যা ৩৭৭ কোটি টাকারও বেশি। এতে প্রায় ৩ লাখ টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে