বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫৮:২১

ঝাড়ি মেয়েদের একচেটিয়া সম্পত্তি নয়

ঝাড়ি মেয়েদের একচেটিয়া সম্পত্তি নয়

এক্সক্লুসিভ ডেস্ক : ১৯৮০-র দশকে এই বিশেষ সাবআরবান স্ল্যাংটির জন্ম, আর ১৯৯০-এর দশক ব্যেপে এর জারণ। তার পরেই কি এটি মহানগরের ‘পথের ভাষা’-য় পরিণত হয়? নাকি কসমোপলিসই একে তৈরি করে ছুড়ে দিয়েছিল শহরতলি আর মফস্‌সলের দিকে? তখন থেকেই শুরু হয় ঝাড়ি দেয়া।

ভ্যালেন্টাইনস সপ্তাহের পুণ্য মহরতে একটা ঝাড়ি মারতে পারলে মন্দ হত না। কিন্তু এমন সময় কি ঝাড়ি মারার বিষয়টি সাপোর্ট করে? কে জানে! তবে ঝাড়ি যে বঙ্গজীবনের এক্সক্লুসিভ সম্পত্তি নয়, সে কথা আজ সবারই জানা রয়েছে। সেই সত্য স্বীকার করে ঝাড়ির একটা মিথ্যাগ্রাফ রচনা এই অবকাশে মন্দ হবে বলে মনে হয় না।

• ঝাড়ি কি ছেলেদের একচেটিয়া সম্পত্তি? মোটেই না। মেয়েরাই বরং ছেলেদেরকে বেশি ঝাড়ি দিয়ে থাকেন। যেদিন থেকে সহশিক্ষাক্রম সাবলীল ভাবেই হতে থাকে সেদিন থেকেই এই ব্যাপারটি প্রকাশ্যে আসে আসতে থাকে। নয়তো সেই সে আমলের কথা ভাবুন, যখন মেয়েদের ইস্কুলে অনুষ্ঠানের সময় ছেলেরা পৌঁছতে উঁকিঝুঁকি কিছু কম হত না।

• ঝাড়িরও ব্যাকরণ রয়েছে। তার স্থান-কাল বিশেষে প্রকারভেদও রয়েছে। পাবলিক বাসে ঝাড়ি যে রকমের হবে, মেট্রো বাসে আবার তেমনটি নয়। আবার লোকাল ট্রেনের ঝাড়ির আঙ্গিক মোটেই রাজধানি এক্সপ্রেসের ঝাড়ির মতো নয়। পাশের বাড়ির পিচ্চিকে যে কায়দায় ঝাড়ি করা হয়, ফুফুর ননদের মেয়েকে সে কায়দায় ঝাড়ি করতে গেলে খুবই বিপদ রয়েছে। কোটিং ক্লাসের ঝাড়ি আর মাল্টিপ্লেক্সের ঝাড়ি কমপ্লিটলি আলাদা অ্যাফেয়ার।

• ঝাড়ি মানে বিপরীত জেন্ডারের দিকে ফ্যালফেলিয়ে চেয়ে থাকা নয়। থেকে থেকে থেমে থেমে আড় ও বাঁকা নজরের ঝলক ছাড়তে হয় সময় বুঝে। আর মেয়েদের ক্ষেত্রে তো ‘তিরছি নজর’-এ তাকিয়ে শুরু হয়ে যায় এই কাজ।

• ঝাড়ির কিছু বিশেষ স্থান থাকে। উৎসব, অনুষ্ঠান কমন ব্যাপার। তাকে অতিক্রম করেও ঝাড়ি সম্ভব। তবে সেই সব স্থানে নির্মাণ করে নিতে হয়।

• ঝাড়ি ততক্ষণই, যতক্ষণ আলাপ না হচ্ছে। আলাপ হয়ে গেলে ঝাড়ি শেষ। তখন যে তাকানো-টাকানো, দৃষ্টি বিনিময়, তার নাম ‘পূর্বরাগ’। সেটা হেভি হাইক্লাস জিনিস। সবাই ঠিকঠাক ট্যাকল করতে পারেন না।

হোয়াটসঅ্যাপ-ফেসবুকের যুগেও ঝাড়ি অব্যাহত। তবে তার চরিত্র ভারচুয়াল।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে