এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণ ইটের তৈরি গাড়িটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে । চীনা আর্টিস্ট দাই ইউন সাধারণ ইট ব্যবহার করে মার্সিডিজ গাড়ির এমনই একটি রেপ্লিকা তৈরি করেছেন। মজার ব্যাপার হচ্ছে, একটি সত্যিকারের মার্সিডিজ গাড়ির যা দাম, এটা বানাতে মোটামুটি সে পরিমাণ খরচই হয়েছে। দাই ইউন তার গাড়িটি সাংহাইয়ের রেড টাউন ক্রিয়েটিভ পার্কে স্থাপনের জন্য বানিয়েছেন।
অবশ্য ইট দিয়ে বানানো এটাই তার প্রথম গাড়ি নয়। এর আগে ৬.৫ টন ওজনের একটি বিএমডবিল্গউ গাড়ি বানিয়েছিলেন। ইয়াহু জানিয়েছে, সেটা বানাতে তার ৭১ লাখ টাকারও বেশি খরচ হয়েছিল।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/