মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:২১

প্রতিশোধ নিচ্ছে বানর!

প্রতিশোধ নিচ্ছে বানর!

এক্সক্লুসিভ ডেস্ক : একটি বানর ভারতের বিহার প্রদেশের পশ্চিম চাম্পারান জেলায় গত এক সপ্তাহে কমপক্ষে তিন রেলচালককে হামলা করেছে। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর মত করে হামলা করেনি সে। তাদের ওপর হামলা চালানোর পূর্বে সে নিশ্চিত হয়েই হামলা চালাচ্ছে। কারণ বানরটি বেছে নিয়েছে রেল চালকদেরকেই। ধারণা করা হচ্ছে বানরটি তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতেই এসব হামলা চালাচ্ছে। বিহারের এক রেলওয়ে কর্মকর্তাও এমনটিই জানিয়েছেন।

ওই রেল কর্মকর্তা একে ঝাঁ বলেছেন, ‘বানরটি তার এক ভাইকে হারানোর বদলা নিতে মরিয়া হয়ে ওঠেছে। এ কারণেই রেলচালকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে সে।’

গত সপ্তাহে বিহারের বাল্মিকী নগর রেলস্টেশনে মালবাহী এক রেলের চাকার নিচে চাপা পরে মারা গিয়েছিল তার সহোদর। এরপর থেকেই ওই এলাকার মালবাহী রেলের চালকদের দেখলেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে বানরটি।

গত শনিবারও তার প্রতিশোধের  স্বীকার হয়েছেন এক চালক। তখন রেল কর্মকর্তাদের সহায়তায় তিনি রক্ষা পান বলে এনডিটিভি জানিয়েছে। এর আগে আরো এক চালাকের ওপর হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল পশুটি। এসময় চালক চট করে ইঞ্জিন কেবিনে লুকিয়ে পড়ায় তার সে চেষ্টা সফল হয়নি।

রেল কর্মকর্তা ঝাঁ বলছেন, ‘এরপর আরো এক মালবাহী রেলের চালকের ওপর ঝাঁপিয়ে পড়েছিল বানরটি। ওই চালক ওয়াকিটকিতে বার্তা পাঠানোর পর রেলস্টেশনের কর্মচারীরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।’

এ ঘটনার প্রেক্ষিতে বাল্মিকী নগর রেলস্টেশনে রেল থামানোর আগে চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এফপি/এফএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে