এক্সক্লুসিভ ডেস্ক: লাইলি -মজনু, শিরি-ফরহাদ এদের চেয়ে ও কোন অংশে মলিন নয় এই অমর প্রেম। আজ থেকে প্রায় ৫৬ বছর আগেকার কথা। সেই তখন তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। অকৃত্রিম ভালোবাসার বাঁধনে আজও সেই বাঁধন অটুট। পর্বতের শৃঙ্গে শ্বেতশুভ্র তুষার ধসের নীচে দু'টি মমি ঘন আলিঙ্গনাবদ্ধ!। হ্যাঁ, মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবায় উদ্ধার হল এমন দু'টি মমি, যাঁরা শেষ সময়েও আদরের উষ্ণতা ভাগ করে নিচ্ছিলেন। সেই অবস্থাতেই কেটে গেল টানা ৫৬ বছর।।
মেক্সিকো সরকার জানিয়েছে, ১৯৫৯ সালে পিরো ডে ওরিজাবা অভিযানে গিয়েছিল একটি অভিযাত্রী দল। দীর্ঘ ৫৬ বছর পর সেই দলেরই দুই সদস্যের মমি উদ্ধার করল আরেক অভিযাত্রী দল। অভিযাত্রী দলের সদস্য ফ্রান্সিসকো রডরিগেজ জানিয়েছেন, ১৯৫৯ সালের ২ নভেম্বর পিরো ডে ওরিজাবায় একটি তুষারঝড়ের কবলে পড়ে একদল অভিযাত্রী। সেই সময় বাকিদের দেহ উদ্ধার করা গেলেও, দু'জনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীকালে তাঁদের নিখোঁজ বলেই ঘোষণা করা হয়। তুষারের নীচে চাপা পড়া সেই দুই অভিযাত্রীর মমিই উদ্ধার হয়েছে। এবং আশ্চর্যজনক ভাবে তাঁরা এখনও পরস্পরের সঙ্গে আদরে লিপ্ত।
মমিগুলির ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকারীদের বক্তব্য, আরও একটি দেহ উদ্ধার হতে পারে ওই অঞ্চল থেকেই।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/