প্রতিদিন ২১ মাইল হেঁটে অফিস যান তিনি!
এক্সক্লুসিভ ডেস্ক : কেউ কেউ বলেন, তিনি বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারি। আবার অনেকেই তাকে বলেন বিস্ময় ব্যক্তি। বিশেষণ যা-ই হোক, আক্ষরিক অর্থেই তিনি আম আদমি! প্রযুক্তির জাঁতাকলে পড়ে যখন ডায়াবেটিস, স্থুলতা, অবসাদ, ব্লাড প্রেসারের মতো রোগে আক্রান্তের সংখ্যাটা বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে, তখন জেমস রবার্টসনের মতো ব্যক্তিরা অবশ্যই একটি উদাহরণ। খবর এপি’র।
প্রতিদিন ২১ মাইল (প্রায় ৩৪ কিলোমিটার) পথ হেঁটে অফিস যাতায়াত করেন বছর ছাপান্নর রবার্টসন। এবং গত দশ বছরে এক দিনও তিনি অফিস কামাই করেননি।
মার্কিন শহর ডেট্রয়েটের বাসিন্দা জেমস রবার্টসন। কাজ করেন একটি প্লাস্টিকের কারখানায়। টানা দশ বছর চাকরি করছেন ওই কারখানায়। গাড়ি তৈরির জন্য বিখ্যাত শহরে বাস করলেও, রবার্টসনের নিজের গাড়ি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে প্রায় সকলেই গাড়ি ব্যবহার করেন, রবার্টসন ব্যতিক্রম। প্রতিদিন হেঁটে অফিস যান এবং দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করে বাড়ি ফেরেন।
অফিস যাওয়া ও ফেরা মিলিয়ে মোট ২১ মাইল হাঁটেন। আবহাওয়া যতই প্রতিকূল হোক, রবার্টসন কোনও যানবাহন ব্যবহার করেন না। শুধু তা-ই নয়, গত ১০ বছরে এক দিনও অফিসে অনুপস্থিত হননি। প্রবল তুষার ঝঞ্ঝার মধ্যেও পায়ে হেঁটেই ঠিক দুপুর ২টো-র আগে অফিসে হাজিরা দিয়েছেন তিনি।
রবার্টসনের বক্তব্য, তিনি ঘণ্টায় ১০.৫৫ ডলার আয় করেন। এই আয়ে গাড়ি কেনা সম্ভব নয়। বাসে যাওয়া মানেই তো দেরি হওয়ার সম্ভাবনা। তা-ই নিজের পায়ের উপরেই ভরসা করেন তিনি। প্রৌঢ়ের কথায়, 'আমি দিন প্রচুর পরিমাণ কোকাকোলা, মাউন্টেন ডিউ খাই। ছুটির দিনে অনেক্ষণ ঘুমোই।'
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস