এক্সক্লুসিভ ডেস্ক : মোটরযান চালানোর জন্য জ্বালানি তেলের বিকল্প নেই। সাধারণত মোটরগাড়িতে পেট্রোল, অকটেন এবং ডিজেল ভরা হয়। কিছু অসাধু ব্যবসায়ী এসব জ্বালানি তেলে ভেজালের মিশ্রণ ঘটান। বেশি লাভের আশায় ভেজাল জ্বালানি ইঞ্জিনের ব্যাপক ক্ষতি করে। তাই জেনে নিন জ্বালানি তেলের ভেজাল আছে কিনা?
পেট্রোল পাম্পগুলো মাপে কারচুপি করার পাশাপাশি ভেজাল জ্বালানি সরবরাহ করে থাকেন। তাই জ্বালানি তেল খাঁটি কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।
গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার। তাহলেই আপনি বুঝতে পারবেন তেল খাঁটি কিনা।
প্রতি কিউবিক মিটারে পেট্রোলের ঘনত্ব হওয়া উচিত ৭৩০-৮০০ কেজি। ডিজেলের ঘনত্ব হওয়া দরকার ৮৩০-৯০০ কেজি প্রতি কিউবিক মিটারে।
যদি আপনার গাড়িতে বা বাইকে পেট্রোলের ঘনত্ব ৭৩০-এর কম হয়, তাহলে সেই পেট্রোলে অন্য কিছু রাসায়নিক মেশানো আছে, তা খাঁটি নয়।
একইসঙ্গে ডিজেলের ঘনত্ব ৮৩০-এর কম হলে, তা খাঁটি নয়। এই ধরনের জ্বালানি তেল গাড়ির জন্যেও ক্ষতিকারক। ভরানোর আগে অবশ্যই নজর রাখুন।