সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৬:৩০

প্রেম করতে চান? তবে এই লেখাটা অবশ্যই পড়ুন

প্রেম করতে চান? তবে এই লেখাটা অবশ্যই পড়ুন

এক্সক্লুসিভ ডেস্ক : কথাই আছে, ‘প্রেম একবার এসেছিল নীরবে’। তবে প্রেম এখন আর নীরবে আসে না। প্রেম আজকাল ঢাক-ঢোল পিটিয়েই আসে। কোনওটা ভুল হয়। কোনওটা ভাল হয়। তবে প্রেম মানেই তো একটা ভুলভাল ব্যাপার।

কিছু কিছু মানুষের এক বড় টার্গেট হচ্ছে, প্রেম করতেই হবে। প্রেম না হলে যেন চলবে না। যেন প্রেম না হলে স্বর্গে যাওয়া যাবে না। কারো কারো অবস্থাটা তেমন।

যা হোক, মোদ্দা কথা— বাঙালি গানে, গল্পে, বিছানায়— সর্বত্র প্রেম করতে চায়। এমনকী, পার্কের ছাতার তলাতেও। সব মেনে নেওয়া যায়। কিন্তু প্রেম ভেস্তে গেলেই আদর্শ হবেন ‘দেবদাস’। উপন্যাস পড়ার দম না থাকলেও ‘রুপোলি দেবদাস’ তো রয়েছেই।

যাক এটা প্রেম ভাঙার গপ্প নয়। বরং প্রেম গড়ার প্রশিক্ষণ ভাবুন। আর সেই প্রশিক্ষণের প্রথম পাঠ হল— প্রেম ভাঙলে মেনে নিতে হবে। একটা চাকরি খুইয়ে আর একটার মতোই। ক’দিন অস্বস্তি থাকবে। তার পরে ঠিক ‘কি-বোর্ড’-এ হাত সেট হয়ে যাবে।

এমন অলুক্ষুণে কথায় যাদের মেজেজ তিরিক্ষে হয়েছে, তারা পড়া থামাবেন না। বরং প্রেম জমানোর কায়দাটা বাঙালির শেখা উচিত। আর তার প্রথম কথাটাই হল, শুরুতেই অত হাঁকপাক করলে হবে না। সইয়ে নিতে হয়।

ঘনঘন প্রিয়ের সঙ্গে দেখা করতে মনটা আঁকুপাঁকু করবেই। মনে হবে হায় রে তাকে ছাড়া প্রতিটি মুহূর্তই অচল। ব্যস্ হয়ে গেল! একই কথার ঘ্যানর-ঘ্যানর ক’দিনেই আর প্রেমালাপ নয়, বিরক্তিকর মনে হবে। রোমাঞ্চ ক্রমশ ফিকে থেকে ফিকেতর...

ওরে পাগল, চারা গাছে বেশি জল দিতে নেই। সইয়ে সইয়ে দিতে হয়। ছলাও লাগে, কলাও লাগে। ভ্যানভ্যান করে মনের সব কথা একেবারে চরণে নিবেদন করলে যে পস্তাতে হবে, সেটা তো মাথায় থাকে না।

তাই প্রেমের ট্রেনিং দরকার। কবিদের রোম্যান্টিক পথে হাঁটলে কতদূর যাওয়া যাবে জানা নেই, কিন্তু কাঁটা ফুটবে নিশ্চিত। তাই প্র্যাক্টিক্যাল ট্রেনিং চাই। তা বলে হাতে-কলমে প্রেম প্রশিক্ষণ ভেবে যাদের নাল-ঝোল পড়ছে, তারা সবুর করুন। আসল কথাটা হল— প্র্যাক্টিক্যালি ভাবতে হবে।

একটা মোবাইল ফোন আছে বলেই যখন তখন, ফোন, মেসেজ, হোয়াটস-আপ, টুইট আরও যা যা আছে, করেছেন কি মরেছেন। প্রেমও যাবে, পয়সাও যাবে। যে যা পাঠাবে, কপি পেস্ট কিংবা ফরোয়ার্ড করবেন না। পারলে নিজের কথা বলুন। ইনোভেটিভ মাল ছাড়ুন, নয় তো চুপ থাকুন।

আর পাবলিক প্লেসে আবেগে রাশ টানতে না পারলেও কিন্তু কপাল মন্দ জানবেন। জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও নিজেকে সামলান। বুভুক্ষু মনকে চাবুক মারুন। বাঙালির প্রেমে উতলা হওয়াটা হল আর এক বড় রোগ। ‘আমি তোমার জন্য সব পারি, তোমায় ছাড়া মরে যাব।’— বাংলায় মোস্ট কমন প্রেম ডায়ালগ। যে বলে সে নিজেও বিশ্বাস করে না অথচ ভাবছে, ‘ওঃ ফাটিয়ে দিলাম’।

বরং লাইফস্টাইল ম্যাচ করার কথা ভাবুক। টুকটাক রান্না শিখে প্রেমিকাকে জানিয়ে রাখুক। প্রেম ছেড়ে বেড়িয়ে এটা-সেটা-ওটা নিয়ে আলোচনা করুক। ক্লিশে গ্রিটিংস না-দিয়ে এমন গিফট দিক না যাতে বোঝানো যাবে সে বাস্তববাদী।

কিন্তু বাঙালি সেই ট্রেনিং নেবে কি? নেবে না। শেখাটা ধাতেই নেই। ‘প্রেম নিয়ে আবার আমার থেকে বেশি কে জানে!’ ভাব নিয়ে ভুল প্রেম চালাবে।-এবেলা
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে