বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৭:২৬:৪১

সাপে কামড় দিয়েছে কি না বোঝার ৭ লক্ষণ

সাপে কামড় দিয়েছে কি না বোঝার ৭ লক্ষণ

এক্সক্লুসিভ ডেস্ক : অনেক সময়ই বুঝতে পারি না- কোনো একটা জায়গায় কেটে গেলে তা কিসের জন্য হয়েছে।  আসলে অনেক সময়ই সাপে কাটলে তা বোঝা যায় না।  যার কারণে অকালে প্রাণও যেতে পারে।  জেনে নিন, সাপে কামড়িয়েছে কি না লক্ষণগুলো-

১) সাপে কাটার অংশটা লাল হয়ে যাওয়া আর খুব বেশি করে ফুলে ওঠে।

২) কেটে যাওয়া জায়গা থেকে চুঁইয়ে রক্ত পড়তে থাকে।

৩) দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়, সঙ্গে চোখের তারা ছোট হয়ে যায়

৪) কিছুক্ষেত্রে ঘুম ঘুম ভাব তৈরি হয়।

৫) সঙ্গে সঙ্গে অত্যন্ত ব্যথা-যন্ত্রণা, বমিবমি হতে থাকে।

৬) অবশভাব ও মুখ দিয়ে লালা ঝরতে থাকে।

৭) পা ও শরীর অসাড় হতে শুরু করে।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে