বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:১১

দেড় কোটি টাকার কবুতর!

দেড় কোটি টাকার কবুতর!

এক্সক্লুসিভ ডেস্ক : আজব কারবার, একটি কবুতরের দাম দেড় কোটি টাকা! এমন কথা শুনলে পাগলই বলার কথা। কিন্তু এমন দামের একটি কবুতর চুরি হয়েছে।

সেই দামি কবুতরটি খুঁজছে জার্মান পুলিশ, যার দাম ১ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজারের মতো।

সম্প্রতি চুরি হওয়া কবুতরটির সন্ধানে মাঠে নেমেছে জার্মান পুলিশ। কেউ যদি কবুতরটির সন্ধান দিতে পারেন তাহলে সন্ধানদাতাকে ৯ লাখ ৫৮ হাজার টাকা মূল্যমানের পুরস্কার দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।

গত বুধবার এনডিটিভির অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান পুলিশের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, চুরি যাওয়া কবুতরটির নাম এএস ৯৬৯। বয়স আনুমানিক ৬ বছর। গত শনিবার রাতে ডুসেলড্রফ শহর হতে কবুতরটি চুরি হয়ে যায়।

কবুতরের মালিকের দাবি, কবুতরটির দাম ১ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। মালিকের সংগ্রহে থাকা পাখিগুলোর মধ্যে কবুতরটির দাম সবচেয়ে বেশি। কবুতরটি ফিরিয়ে দিলে তিনি তাকে ১২ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৯ লাখ ৫৮ হাজার টাকা) পুরস্কার দেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে