বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৮:৩৮

চিড়িয়াখানায় বাঘ-সাপের লড়াই

চিড়িয়াখানায় বাঘ-সাপের লড়াই

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের ইন্দোরের একটি চিড়িয়াখানায় শনিবার একটি শাদা বাঘের সঙ্গে সাপের লড়াই বেঁধে যায়। বাঘের হুংকারে গোটা চিড়িয়াখানা কেঁপে ওঠে। ভয়ংকর ক্রোধে গজরাতে থাকে বাঘটি। কিন্তু শেষরক্ষা হলো প্রাণীটির।

সাপের কামড়েই মরতে হলো তাকে। এ বাঘটি ছিল দুর্লভ প্রজাতির শাদা একটি বাঘ। শনিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানায় ইন্দোর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের মতে, সাপটি বাঘের খাঁচায় সবার চোখের আড়ালে কীভাবে যেন ঢুকে পড়ে।

তারা আরো জানান, বাঘটি সাপের এ অনধিকার প্রবেশ মেনে নিতে পারেনি। তাই সে ক্রোধান্বিত হয়ে ওঠে। সাপটিও দুলতে দুলতে রাগে ফুঁসতে থাকে। এ দুই প্রাণীর রাগের কী কারণ থাকতে পারে তা বলতে পারেননি চিড়িয়াখানার কর্তৃপক্ষ।

তবে তারা জানান, এক সময় বাঘের সঙ্গে সাপটির লড়াই বেঁধে যায়। লড়াইয়ে সাপের বিষে বাঘটি নিহত হলেও সাপটির তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু কয়েকটি আঁচড় ছাড়া। পশু ডাক্তারের ভাষ্য অনুযায়ী সাপটির শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে।

গত মাসেই রাজন নামের ওই শ্বেত বাঘটিকে বিলাসপুর চিড়িয়াখানা থেকে প্রজননের জন্য ইন্দোরের চিড়িয়াখানায় আনা হয়েছিল। কয়েকদিন আগেই তিন বছর বয়সী রাজন প্রজননের উদ্দেশ্যে পৃথক পৃথক তিনটি নারী বাঘের সঙ্গে মিলিত হতে গেলে আক্রমণের শিকার হয়েছিল।

কর্তৃপক্ষের ধারণা, আগের আঘাতের কারণেই বাঘটি দুর্বল ছিল, যে কারণে সাপের সঙ্গে পেরে উঠতে পারেনি রাজন। এ ঘটনায় ইন্দোর চিড়িয়াখানার পরিচালক ডা. উত্তম তাদভকে কর্তব্যে গাফলতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু উত্তমের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে