এক্সক্লুসিভ ডেস্ক : হামলা চালানোই তার কাজ। একদিন সে নিজেই হামলার শিকার হয়ে গেল। অথচ হামলা চালানোর আগে সে ভাবত না তার ওপরও একদিন এরকম হামলা আসতে পারে।
যুদ্ধে ব্যবহৃত ড্রোনের কথা বলছি। যার কাজই কেবল হামলা চালিয়ে বেড়ানো। কিন্তু সে নিজেই একদিন হামলার শিকার হয়ে গেল। না, মানুষ বা এ জাতীয় কোনো আধুনিক সমরাস্ত্র নয়। সম্প্রতি মানুষ্যবিহীন এক ড্রোন বিমানের ওপর হামলা চালিয়েছে এক ক্যাঙ্গারু।
যদিও শান্তিপ্রিয় হিসেবে এই জন্তুটির বেশ সুনাম রয়েছে। তবু সে হুটহাট হামলা চালানোর মতো ঝামেলার কাজে কেন গেল? জানা যাক তবে গল্পটি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের হান্টার ভ্যালি এলাকার এক গহিন জঙ্গলে এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে লন্ডনের দা ইনডিপেন্ডেন্ট পত্রিকা। পত্রিকায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন সদলবলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল নেতা গোছের এক মাদি ক্যাঙ্গারু।
এ সময় শ্যামল সবুজ দৃশ্যপটে অকস্মাৎ এক ড্রোন বিমানের আগমন। এর কর্কশ শব্দে বেশ বিরক্ত হয় জন্তুটি। ভয় পেয়ে ছোট্ট ছানাটিও ছুটে আসে মায়ের কাছে। নিজের একান্তু ব্যক্তিগত মুহূর্তে এরকম অযাচিত হামলায় ক্ষেপে ওঠে শান্তিপ্রিয় জন্তুটি।
আর তাই বিমানটি মাটির কাছাকাছি আসতেই তেড়ে যায় সে। যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে আকাশে থাবা ছুড়ে দেয়। এর মুষ্ঠিবদ্ধ হাত আঘাত হানে বিমানের একপাশে।
ক্যাঙ্গারুর ওই এক থাবাতেই কুপোকাত ড্রোন। বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে মানববিহীন জঙ্গলে।
ভিডিও ফুটেজে দেখা যায়, আঘাত করার পর ক্যাঙ্গারুর এক জোড়া পা লাফিয়ে ওঠে। হয়তবা আধুনিক যন্ত্রটিকে পরাজিত করার আনন্দেই তার এ লম্ফঝম্প।