বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৩:২৫

গোপনে মঙ্গলগ্রহে মানুষ পাঠিয়েছিল নাসা!

গোপনে মঙ্গলগ্রহে মানুষ পাঠিয়েছিল নাসা!

এক্সক্লুসিভ ডেস্ক : আবারো খবরের শিরোনামে মঙ্গলগ্রহ। খবরটা একটু ভিন্ন। নাসা নাকি মঙ্গলগ্রহে গোপনে মানুষ পাঠিয়েছিল এমন খবর বের হয়ে এলো।

খবরে অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে মঙ্গলগ্রহে বসবাসের জন্য প্রথমবারের মতো মানুষ পাঠানো হবে, এমনটাই বলেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কিন্তু সম্প্রতি নাসার সাবেক এক কর্মী বলেছেন যে, ১৯৭৯ সালেই গোপনে মঙ্গলগ্রহে মানুষ পাঠিয়েছিল নাসা!

যুক্তরাষ্ট্রের একটি বেসরকারী রেডিও চ্যানেল ‘কোস্ট টু কোস্ট এএম’ এর একটি অনুষ্ঠানে নাসার সাবেক মহিলা কর্মী জ্যাকি এমন দাবি করেছেন। ১৯৭৯ সালে মঙ্গলগ্রহে মানুষ দেখেছেন বলে তিনি জানান।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলগ্রহে বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহের জন্য সত্তর দশকের দিকে দুটো ভাইকিং নভোযান অভিযান পরিচালনা করে নাসা। নাসার সাবেক মহিলা কর্মী জ্যাকি বলেছেন, ‘১৯৭৯ সালে আমি তখন ভাইকিং নভোযানের ল্যান্ডারের টেলিমেট্রি নিয়ে কাজ করছিলাম। ঠিক তখন আমি মঙ্গলের মাটিতে দুইজন মানুষকে হাটতে দেখেছি।’ তিনি আরও দাবি করেন যে, নাসার আরও ৬ জন কর্মীও এই বিষয়টি দেখেছেন। তবে নাসা এই দাবি প্রত্যাখান করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে