বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০১:৫৯

একদম বাবার মতো!

একদম বাবার মতো!

এক্সক্লুসিভ ডেস্ক : স্টিভ ইরউইন কাজ করতেন বন্য প্রাণী নিয়ে। বিশ্বজুড়ে ঘুওে বেড়িয়েছেন বন ও বনের প্রাণী রক্ষার স্লোগান নিয়ে। আজ থেকে আট বছর আগে তিনি মারা যান মর্মান্তিক আঘাতে।

‘ওশান ডেডলিস্ট’ নামের চলচ্চিত্র নির্মাণের কাজে তিনি যান অস্ট্রেলিয়া। পানির নিচে বড় একটি প্রবাল প্রাচীরের ধারালো ফলার আঘাতেই তার মৃত্যু হয়। তার ছেলে রবার্টেও বয়ষ তখন মাত্র তিন। এখন সে দশ বছরের বালক। বড় হয়ে সে বাবার মতো হতে চায়।

তাই এরই মধ্যে প্রাণী নিয়ে কাজ শুরু করে দিয়েছে। রবার্ট এখন কুমির নিয়ে খেলা করে। এক সময় এই রবার্টকে কোলে নিয়ে কুমিরকে খাবার দিতেন বাবা। সম্ভবত এ কারণেই প্রাণীর প্রডু ঝোঁক তৈরি হয়েছে তার।  

রবার্টের পেছনে আছে পারিবারিক উৎসাহও। সবাই চায় বাবার মতোই হয়ে উঠুক সে। প্রতি বছর ১৫ নভেম্বর তারা বাবার মৃত্যুবার্ষিকী পালন করে। এ বছরও এ দিনটি উদযাপন হয়ে গেলো শনিবার।

রবার্টেও বোন বিন্দি। বয়স ১৬। শনিবার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইন্টারনেটে একটি পোস্ট দেয় সে। এতে লেখে, নভেম্বরের ১৫ তারিখ ইরওয়ান দিবস। আজ তারা তাদের নায়কের জীবন উদযাপন করবে। বাবাকে তারা ভীষণ ভাবে মিস করেন। আজ তারা খাকি পোশাক গায়ে দিয়ে বাবা যা করতেন তাই করবে। সূত্র: ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে