বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫১:২৯

দু’পায়ের ওজন যখন দেড় মণ!

দু’পায়ের ওজন যখন দেড় মণ!

এক্সক্লুসিভ ডেস্ক : ক্লেয়ার টিকল নামে এক নারীর দু’পায়ের ওজন দেড় মণ। এ অবস্থায় তিনি ৩৮ বছর বয়সী দেহের ভার বহন করতে পারছেন না। যতক্ষণ জেগে থাকেন প্রচ- ব্যথায় কাবু থাকেন তিনি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় লাইপেডিমিয়া নামক রোগে তিনি আক্রান্ত।
 
বছর দশেক আগে ক্লেয়ার হঠাৎ খেয়াল করেন,  দেহের অন্যান্য অঙ্গেও চেয়ে পা দুটোর বৃদ্ধি অস্বাভাবিক। বেলুনের মতো ফুলছে তো ফুলছেই। চিকিৎসক তাকে পরামর্শ দেন খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ওজন কমানোর। এ পরামর্শ মেনে চললেও কোনো সুফল তিনি পান না।

অবশেষে তার রোগ ধরা পড়ে। লাইপেডিমিয়া রোগে আক্রান্তদের পা এবং নিতম্ব অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে ফুলে যায়। এটি থেকে পুরোপুরি আরোগ্যলাভ সম্ভব নয়। জেনেটিক ডিজঅর্ডারের কারণে এটা হয় বলে বংশপরম্পরায় রোগটির সংক্রমণ ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে