বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১২:৩৯:৪০

সোনার আমদানি বাড়লেও কমছে না কেন দাম?

সোনার আমদানি বাড়লেও কমছে না কেন দাম?

এক্সক্লুসিভ ডেস্ক : স্বর্ণশিল্প নিয়ে ব্যবসায়ী সংগঠনের একাংশের মধ্যে দ্বিমত থেকেই দিল্লিতে ধর্মঘট। রাজধানীজুড়ে এদিনও কোনও স্বর্ণশিল্পের দোকান খোলা ছিল না। বিভিন্ন জায়গায় ধরনা দেন ব্যবসায়ীরা। এমনকী, বাণিজ্যনগরীর অনেক দোকানও বন্ধ ছিল।

যদিও শনিবার দেশের অধিকাংশ জায়গায় টানা ১৮ দিন ধরে চলা ধর্মঘট তুলে নেয় স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীদের তিনটি সংগঠন। তাদের দাবি ছিল, রুপো ছাড়া সোনা-সহ অন্যান্য ধাতু নির্মিত গয়না শিল্পে প্রস্তাবিত শুল্ক সরকারকে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে কারণে-অকারণে শুল্ক দফতরের অফিসাররা যেভাবে হেনস্তা করেন তা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকার এই দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিলে সংগঠনের পক্ষ থেকে শনিবার ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবারের বাজেটে রুপো বাদে অন্যান্য গয়নার উপর এক শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ায় গয়নাশিল্পীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুরিন্দরকুমার জৈন জানান, যতক্ষণ না সরকার শুল্ক প্রত্যাহারের প্রস্তাব তুলে না নিচ্ছে, ততদিন ধর্মঘট চলবে।

অন্য দিকে, এই পরিস্থিতির জন্য সোনার দাম কমছে! সূত্রে খবর, ধর্মঘট চলাকালীন মুম্বাইয়ে গোল্ড বার অনেকটাই কম দামে বিক্রি হয়েছে। আবার এই সময়ের মধ্যে যতটা সোনা আমদানি হয়েছে তারও দাম ছিল রেকর্ড পরিমাণ কম। তবে, আমদানি ধীরে ধীরে বাড়ছে।

তাহলে শেষ পর্যন্ত কি সোনার দাম কমছে? না কি এত দিন বন্ধের পর দোকান খুললে বিক্রি এবং তার সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়বে?
এই বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। সূত্র : সংবাদ প্রতিদিন
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে