যেভাবে বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে
এক্সক্লুসিভ ডেস্ক : যে কাউকে আপনার ভালো লেগে যেতে পারে এটাই স্বাভাবিক। যে কোন মুহূর্তে আপনার মনের মন্দিরে ঠাই দিতে পরেন কাউকে, আবার যে কেউ তার মনের মন্দিরে বসাতে পারে আপনাকেও। তবে পছন্দ আর প্রেমে পড়ার মধ্যে আছে ব্যবধান অনেক। আপনি কাউকে খুব পছন্দ করেন, কিন্তু বুঝতে পারছেন না সে আপনাকে পছন্দ করে কিনা? তাহলে জেনে নিন কিভাবে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন।
আপনার সব কথা শুনবেন : যখন দেখবেন তিনি আপনার সব কথাই খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং কথাগুলো যেমনই হোক না কেন আপনাকে অবজ্ঞা করছেন না, আপনার সব কথাই গুরুত্ব সহকারে নিচ্ছেন। তার মানে এই যে তিনি আপনাকে পছন্দ করেন।
আপনার অনেক প্রশংসা করবেন : আপনি যেভাবেই সব সময় থাকুন না কেন, সে সব কিছুতেই আপনার প্রশংসা করবেন তিনি। কারণ আপনি যে খুশি হন তার প্রশংসায়। আপনার প্রতিটি ব্যাপারেই তার খুব আগ্রহ কাজ করবে।
আপনাকে অনেক সময় দেবেন :আপনি যখনই দেখা করতে চাইবেন, তিনি যতই ব্যস্ত থাকুক না কেন আপনার সাথে অবশ্যই দেখা করবেন। হতে পারে আপনি কোন কাজে একা বাইরে গেলেন, তিনি ঠিকই ফোন করে করে আপনার খোঁজ নেবেন। নিরাপদে বাড়ি ফিরলেন কিনা জানতে আগ্রহী থাকবেন। কারণ যখন কেউ আপনাকে সত্যি খুব পছন্দ করে ফেলে, তখন তা কোনোভাবেই আড়াল হয়ে থাকে না।
সবসময় আপনাকে খুশি করার চেষ্টা করবেন : যখন কেউ একজন আপনাকে খুব পছন্দ করবে, সে সবসময়ই চাইবেন আপনাকে খুশী করার জন্য। তিনি অনেক কিছুই করবেন আপনার মন পাওয়ার জন্য ও আপনাকে খুশী করার জন্য। আপনি যেমন পোশাক পছন্দ করেন, তিনি তাই পরে হাজির হবেন আপনার সামনে। আপনার সাথে সুন্দর করে কথা বলবেন। এমন অনেক কিছুই করবেন যা হয়তো আপনি নিজেও কখনো চিন্তা করেননি।
সবসময় আপনার সাথে হাসিখুশি থাকবেন : হাসি পৃথিবীর সবচাইতে সুন্দর একটি জিনিস। আর তা যদি হয়ে থাকে পছন্দের মানুষের হাসি তাহলে ব্যপারটাই অন্যরকম। তিনি খুব খুশি থাকবে যখন আপনার সাথে থাকবেন। তিনি যদি সত্যি আপনাকে খুব ভালবেসে থাকে, অনেক চেষ্টা করবে আপনাকে ধরে রাখার জন্য। আপনার সাথে অহেতুক রাগারাগি করতে যাবেন না।
আপনাকে নিজের পরিবারের সাথে পরিচয় করাবেন : কেউ কি নিজের পরিবারের কাছে আপনার খুব সুনাম করেন, আপনার ব্যাপারে প্রশংসা করে আনন্দ পান? তাহলে জেনে রাখুন, মানুষটি আপনাকে পছন্দ করেন খুবই। কেউ সত্যি সত্যি কারো প্রেমে পড়লেই কেবল নিজের পরিবারের কাছে সুনাম করে ও পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চান।
যদি এসব দিক তার ভেতর ফুটে উঠে তবে বুঝবেন হয়ে গেছে। আর তা না হলে মিছে স্বপ্ন দেখে মন ভাঙার কোন প্রয়োজন নেউ বরং অন্য কোথাও আবার চেষ্ঠা করুন। হয়ে যাবে লেগে থাকলে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটনিউিজ২৪/এসবি/এসএস