বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫২:১৩

সাপের বাড়ি!

সাপের বাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : শুনলে ভয়ে যে কারো শরীর কেঁপে উঠার কথা। একটি বাড়ির ভেতর থেকে ১০২টি সাপ উদ্ধার করার কথা বিশ্বাস করার মত না হলেও ঘটনাটি সত্য। কানাডার গ্রামীণ এলাকার একটি বাড়ি থেকে ১০২টি সাপ উদ্ধার করা হয়। শীতযাপনের জন্য সাপগুলো সেখানে অবস্থান নিয়েছিল বলে ইয়াহু জানিয়েছে।

বাড়িটিতে মানুষের মতোই চলাফেরা করে হিংস্র প্রাণী সাপ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাড়িটি কী সাপের, নাকি মানুষের! সাপের বসবাসের জন্য বাড়িটি হয়তো অত্যন্ত নিরাপদ ছিল। ১০২টি সাপের আস্তানা যেখানে সেই বাড়িটিকে সাপের বাড়ি বলা কি ভুল হবে!

কানাডার সাসকাচেওয়ান প্রদেশের রেজিনায় একটি পরিবার তাদের বাড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পায়। পরে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ এজেন্সিকে খবর দেয়া হয়। এজেন্সির পরিচালক মেগান লরেন্স বলেছেন, বাড়ির নিচে কয়েকটি সাপ পরিবারের লোকজন দেখতে পেয়ে খবর দেন। তারা রান্নাঘর ও শোবার ঘরে আরো কয়েকটি সাপ দেখতে পায়।
লরেন্স ও তার সঙ্গী পাঁচটি বালিশের ওয়াড়ের মধ্যে সাপগুলোকে সংগ্রহ করে। এরপর একটি বালতিতে রেখে গণনা করে দেখতে পান, সেখানে ১০২টি সাপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সাপটির আকার ছিল ১ মিটার। আর সবচেয়ে ছোট সাপের আকার ছিল ২২ সেন্টিমিটারের কাছাকাছি।

স্থানীয় জাদুঘরের বিশেষজ্ঞ রে পাউলিন বলেছেন, রেজিনা এলাকায় এ ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। একশ’র মতো সাপ খুঁজে পাওয়া স্বাভাবিক বিষয়। তবে সাপের সংখ্যা কমে যাচ্ছে।

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে