বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৩:০৮

নারী পটানোর ১০টি সহজ উপায়

নারী পটানোর ১০টি সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : সব ছেলেরাই চায় তাদের একটি সুন্দরী প্রেমিকা থাকুক। সেই অনুযায়ী চেষ্টাও করেন তারা। তবে বেশিরভাগ সময়েই কপালে জুটে ব্যর্থতার তিলক। কেন এমন হয়? কারণ তারা নিজেদের ব্যাপারেই সচেতন থাকেন না ঠিকমতো, আরেকজনকে দেখে রাখবেন কি!

যে দশটি ব্যাপারে সচেতন হলে প্রত্যেকটা ছেলের ভাগ্যেই জুটবে সুন্দরী প্রেমিকা। সেই সহজ দশটি ব্যাপার দেয়া হলো নিচে-

১. চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আলাপের সময় তার দেহের দিকে তাকাবেন না। এতে আপনার প্রতি তার বিরূপ ধারণা তৈরি হবে।

২. পরিপাটি থাকুন। নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধেয় ভালবাসেন।

৩. তাকে সহায়তা করুন। মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়। যেমন কোট পরিধানে হাত বাড়িয়ে দিন। নারীর সেবায় উদার হোন।

৪. তার বন্ধুদের প্রতি সামাজিক হোন। তাদের নিজের মতো আপন করে নিন। মেয়েরা সামাজিক ও মিশুকদের প্রতি আকৃষ্ট হয়।

৫. একসঙ্গে থাকাবস্থায় ফোন পরিহার করার চেষ্টা করুন। ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী। তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে।

৬. তাকে বিভিন্ন প্রশ্ন করুন বিশেষত তার সম্পর্কে। মেয়েরা সব সময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে। যেমন তার ভাল লাগা, প্রিয় জিনিস ইত্যাদি।

৭. কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগতম জানান। এ বিষয়টি নারীদের ভীষণ প্রিয়।

৮. তার অ্যাপেয়ারেন্সের প্রশংসা করুন। যেমন তোমাকে খুব সুন্দর লাগছে। এ পোশাকে তোমাকে ভাল মানায় ইত্যাদি।

৯. তার থেকে পরামর্শ নিন। যেমন কোন কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন।

১০. তার ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। যেমন তোমাকে হাসিখুশি মনে হয়। তোমার সব কাজই ভাল হয়। তুমি অনেক পজিটিভ ইত্যাদি।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে