বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৭:২৩

সোনার গাড়ি!

সোনার গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : শখের তুলার অনেক দাম। তাই শখ করে এক ধনকুবের স্বর্ণ দিয়ে বাঁধিয়ে ফেললেন নিজের গাড়ি! তা-ও আবার দশ কিংবা বিশ কেজি সোনা নয়, পাক্কা পাঁচশ কেজি সোনার প্রলেপ দিয়েছেন দিয়েছেন তিনি গাড়িতে। আর একে মসৃণ করতে আরো ২৫ কেজি খাদও ব্যবহার করা হয়েছে।

তবে ঐ ধনকুবের গাড়িটা বিক্রি করবেন বলে রেখে দিয়েছেন ফ্র্যান্সের একটি বিলাসবহুল হোটেলের সামনে। মাঝে মাঝেই প্যারিসের রাস্তায় বের করেন ওটা। আর গাড়িটি প্যারিসে আসা অন্যান্য ধনকুবেরদেরও চুম্বকের মতো টানছে।

বিক্রেতা আপাতত চেয়ে আছেন মধ্যপ্রাচ্যের  দিকে। কারণ সাধারণত সৌদি প্লেবয় আর ধনকুবেরদের বিলাসবহুল গাড়ির দিকে ঝোঁক রয়েছে। মধ্যপ্রাচ্যের ঘরে ঘরেই গাড়ি নিয়ে বিলাসিতা দেখা যায়।

প্রায় সময়ই ইউরোপের শহরগুলোতেও এ ধরনের গাড়ি চলতে দেখা যায়। তবে খোঁজ নিলে দেখা যাবে, এগুলোর মালিক সেই মধ্যপ্রাচ্যের লোকই। অর্থাৎ হয় সৌদি, নয় কাতার, কুয়েত অথবা আমিরাতের।

গাড়িটি তৈরী করেছে গুলপেন নামের এ জার্মান ইঞ্জিনিয়ার। এটি মূলত ল্যাম্বারঘিনি অ্যাভেনটাডোর ব্র্যান্ডের। ৬৯২ হর্স পাওয়ারের এ গাড়িটিতে মোট ইঞ্জিন আছে ১২টি। আর গাড়িটি কিনতে খরচ পড়বে ছয় মিলিয়ন ডলার।
সূত্র: ডেইলি মেইল
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে