এক্সক্লুসিভ ডেস্ক : দৈনন্দিন জীবনে কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকলে নানা বিষয় ধারণ ও লালন করতে হয়। এর মধ্যে অনেক বিষয় রয়েছে যা অনেক সহজ, মেনে নেয়া যায়। আবার কিছু অনেক কঠিন, যা মানা যায় না। জরুরি দিকটি হলো, সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে আরো কিছু আসতে পারে যার কোনো মাফ নেই। এখানে দেখে নিন এমনই ৭টি বিষয় যার সঙ্গে কখনো সমঝোতা করতে নেই।
মিথ্যা : ক্রমাগত মিথ্যা যে সম্পর্কে বলা হয়, সেখানে সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে না। সাধারণত ক্ষতিকারক নয় এমন সত্যগুলোকে সাদা সত্য বলা যায়। কিন্তু যে সম্পর্কে ক্ষতিকর কালো মিথ্যার আশ্রয় নেওয়া হয়, সেখানে আপনার তা মেনে নেওয়া উচিত নয়।
প্রতারণা : সহ্য করবেন না এমন বিষয়ের মধ্যে প্রথমেই রাখতে পারেন প্রতারণাকে। বহু কারণে সম্পর্কে প্রতারণার অস্তিত্ব মেনে নিতে হয় না। আপনার সঙ্গী বা সঙ্গিনীর অন্য কারো সঙ্গে সম্পর্ক থাকলে তা এমনিতেই মেনে নেওয়া যায় না। আর তা যদি হয় দৈহিক সম্পর্ক, তাহলে তা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য হুমকি।
সম্মানহানি : সঙ্গী বা সঙ্গিনীর কাছে যদি আপনার ব্যক্তিত্বের অবমাননা ঘটে, তাহলে তার মাফ নেই। একজন মানুষ হিসেবে যদি তার কাছে আপনার গ্রহণযোগ্যতাই না থাকে, তবে তিনি কীভাবে আপনার পার্টনার হন? কাজেই আত্মসম্মানে আঘাত কোনভাবেই হজম করবেন না।
মানসিক ও আবেগপ্রসূত নির্যাতন : বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ধরনের নির্যাতন অনেক বেশি খারাপ দৈহিক নির্যাতনের চেয়ে। এর মাধ্যমে একজন মানুষকে চিরস্থায়ী মানসিক ক্ষতির সম্মুখীন করে ফেলা যায়। তাই এ ধরেনর নির্যাতনের শিকার হলে তা মেনে নেবেন না।
অনিয়ন্ত্রিত রাগ : রেগে যাওয়া মানবিক আবেগ। কিন্তু রাগ নিয়ন্ত্রণে না থাকলে তা ভিন্ন পরিস্থিতর সৃষ্টি করে। যদি দেখেন আপনার সঙ্গী বা সঙ্গিনী প্রায়ই আপনার সঙ্গে অনিয়ন্ত্রিত আচরণ করেন এবং আপনার ওপর বাজেভাবে ক্ষোভ প্রকাশ করেন, তাহলে ভবিষ্যতে সম্পর্ক টিকে থাকার সম্ভাবনা নেই।
দৈহিক ও যৌন নির্যাতন : নির্যাতন কোনো অবস্থাতেই মানানসই নয়। আর পার্টনারের কাছ থেকে দৈহিক ও যৌন নির্যাতন তো মেনে নেওয়াই যায় না। যিনি এ সব কাজ করবেন তিনি আপনার পার্টনার হতে পারেন না।
সন্তানের ক্ষতি : আপনার সঙ্গে টানাপড়েনের জের ধরে যদি সন্তানের ক্ষতি করার চেষ্টা করা হয়, তাহলে তা মেনে নেবেন না। নিজের ক্ষতি মেনে নিয়ে মানুষ সন্তানকে আগলে রাখেন। তাই সন্তানকে নির্যাতন, আঘাত বা জোর করে নিয়ে যাওয়ার ঘটনা মেনে নেবেন না। সূত্র : ইন্টারনেট।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/