এক্সক্লুসিভ ডেস্ক: আমাদের দৈনিন্দন জীবনে সাবানের ব্যবহার অপরিহার্য। স্নানের সময় বা ওয়াশরুমে ফ্রেশ হওয়া থেকে শুরু করে খাওয়ার পূর্বে হাত ধোয়া সর্ব স্থানে আমরা সাবান ব্যবহার করে থাকি শরীরের সুরক্ষার জন্য। হাত ধোয়ার জন্য রোগ-জীবাণুনাশক (অ্যান্টি ব্যাকটেরিয়াল) সাবানের মাত্রাতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যকর না-ও হতে পারে।
কারণ, এসব সাবানে ব্যবহৃত ট্রাইক্লোসান নামের রাসায়নিক উপাদান মানবশিশুর ভ্রূণ বা নবজাতকের স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন জার্নাল অব অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, নানা রকমের সাবান, প্রসাধনী, টুথপেস্ট ও ব্রণ প্রতিরোধী ক্রিমে ব্যবহৃত ট্রাইক্লোসান মানবশিশুর হরমোনের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ব্যবহৃত অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবানে শূন্য দশমিক ৩ শতাংশ ট্রাইক্লোসানের উপস্থিতি পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যার অধ্যাপক পল ব্ল্যাংক এ ধরনের সাবানের বিকল্প ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পিটিআই।