বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৪:৪৫

৯ কোটির ‘যুবরাজ’!

৯ কোটির ‘যুবরাজ’!

এক্সক্লুসিভ ডেস্ক : দাম শুনলে ব্রু কুঁচকে যাওয়ার অবস্থা। অবশ্য ‘সর্বভারতীয় গরু প্রদর্শনী’তে চ্যাম্পিয়ন যুবরাজ। নিশ্চয় দৈত্যাকার! এমনটি না হলে এত দাম কি করে হয়।

ভারতের হরিয়ানার বংশোদ্ভূত ‘মুররাহ’ জাতের গরু এটি।
গরুটির দাম ৭ কোটি রুপি! ওজন ১ হাজার ৪০০ কিলোগ্রাম।  লম্বায় ১৪ ফুট আর উচ্চতায় ৫ ফুট ৯ ইঞ্চি। এটির নাম রাখা হয়েছে ‘যুবরাজ'।

১৭ অক্টোবর শুত্রবার দশজন পশু বিশেষজ্ঞের মনোনয়ন পেয়ে ‘যুবরাজ’ এবার চ্যাম্পিয়ন হয়। ‘যুবরাজ’ এর মালিক কারামভির সিং এতে ভীষণ খুশি।

এত বড় গরু সচরাচর দেখা না গেলেও এবার দেখা গেছে ভারতে। শুক্রবার ভারতের মেরুতে ‘সর্বভারতীয় গরু প্রদর্শনী’তে গরুটি আনা হয়। এটির দাম ওঠে ৭ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ৯ কোটি।

যুবরাজের মালিক কারামভির সিং জানান, ‘যুবরাজ’কে চন্ডিগড়ের এক কৃষক প্রায় ৯ কোটি টাকা (৭ কোটি রুপি) দিয়ে কিনে নিতে চেয়েছিলেন। সেই প্রস্তাব প্রথমবারেই নাচক করে দিয়েছেন তিনি।

তিনি বলেছন, যুবরাজকে প্রদর্শন করে বছরে তিনি প্রায় ৫০ লাখ রুপি আয় করেন। অবশ্য যুবরাজের জন্য খরচ কম হয় না তার। তবু তাকে  ছাড়তে চান না তিনি। এটি তার সবচেয়ে বড় সম্পদ। ওকে ছেলের মতোই ভালোবাসেন, জানালেন গরু মালিক।

যুবরাজকে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমায়। যুবরাজের মালিক জানায়, ও বাড়িতে থাকলে লোক আসে। আর প্রদর্শনীতে নিয়ে গেলে তো কথা-ই নেই।

তিনি জানান, ‘মুররাহ’ জাতের প্রকৃত আদর্শ হচ্ছে এই ‘যুবরাজ’। সে প্রতিদিন সাড়ে তিন থেকে পাঁচ মিলিলিটার পর্যন্ত সিমেন (বীর্য) উৎপাদন করতে পারে, যা দিয়ে সর্বোচ্চ ৩৫ মিলিলিটার পর্যন্ত সিমেন প্রস্তুত করা যায়।

কারামভির সিং জানান, এটি মূলত ‘মুররাহ’ জাতের গরু তৈরির জন্য কৃত্রিমভাবে ব্যবহার করা হয়ে থাকে। ‘বর্তমান বাজারে একডোজ অর্থাৎ শুন্য দশমিক ২৫ মিলিলিটার সিমেনের দাম দেড় হাজার টাকা। সেই হিসাবে ‘যুবরাজের’ প্রতিদিনের উৎপাদন ক্ষমতার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এছাড়া ‘যুবরাজের’ মা-ও প্রতিদিন ২৫ লিটার পর্যন্ত দুধ দেয়।

বৈজ্ঞানিক রবীন্দ্রর বলেন, ফলে ‘যুবরাজের’ মালিক যে দামের কথা বলেছেন, তাতে আমি মোটেই অবাক হইনি। কারণ, ‘যুবরাজের’ সিমেনের একচেটিয়া বাজার আছে ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে।

‘মুররাহ’ বিশ্বের সবচেয়ে উন্নত জাতগুলোর একটি। এটি মূলত হরিয়ানা রাজ্যের রোথক ও জিন্দ জেলার প্রাণী। তবে উত্তর প্রদেশের পশ্চিমেও এর দেখা মেলে।  

কারামভির সিং আরো জানান, প্রতিদিন ২০ লিটার দুধ, পাঁচ কেজি আপেল ও ১৫ কেজি উন্নতমানের পশুখাদ্য ‘যুবরাজের’ খাবারের তালিকায় রাখতে হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে