মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৩:৪১:৪৬

পৃথিবীর দীর্ঘতম ট্রেন এটাই, যার শুরু আছে শেষ নেই

পৃথিবীর দীর্ঘতম ট্রেন এটাই, যার শুরু আছে শেষ নেই

এক্সক্লুসিভ ডেস্ক : যার শুরু আছে, তার শেষও আছে। এটাই সত্য। কিন্তু এর থেকেও বড় এক সত্য হচ্ছে একটি ট্রেন। যার শুরু আছে কিন্তু শেষ নেই! আসলে শেষ নেই তা নয়, এর শেষটা দেখতে গিয়ে আপনি বোধ হয় আর দৈর্য ধরে রাখতে পারবেন না।

এই ট্রেনটিকেই পৃথিবীর সব থেকে দীর্ঘতম ট্রেন বলা হয়ে থাকে। এর নাম 'অস্ট্রেলিয়ান বিএইচপি আয়র ওরে ট্রেন'। ২০১১ সালে অস্ট্রেলিয়ার নিউম্যান থেকে পোর্ট হেডল্যান্ডে ২৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মালবাহি এই ট্রেনটি।

ট্রেনটির দৈর্ঘ্য ৭.৩৫৩ কিলোমিটার (৪.৫৭ মাইল)। মানে ট্রেনটির দৈর্ঘ বনানী থেকে কমলাপুর। এ ট্রেনটি ছিল ৬৮২ ওয়াগন লোহা ও 8 GE AC6000 locomotives। মোট ওজন ছিল ১ লক্ষ টন। পুরো ট্রেনটা চালাচ্ছিলেন একজন মাত্র চালক। গিনিস বুকের বিচারে এটাই দুনিয়ার বুকে চলা সবচেয়ে দীর্ঘতম ট্রেন।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে