জেনে নিন ATM-এর জনক কে?
এক্সক্লুসিভ ডেস্ক : সম্প্রতি সোমালিয়ায় দেশের প্রথম এটিএম লাগানো হয়েছে। দেশের এক নামি হোটেলে সালাম সোমালি ব্যাংক এই এটিম লাগিয়েছে। এখন এই এটিএম থেকে শুধুই মার্কিন ডলার পাওয়া যায়।
এটিএম পেয়ে খুবই খুশি সোমালিয়াবাসী। এখন ব্যাংকের লম্বা লাইন এড়াতে সকলেই এটিএমমুখী হন। কিন্তু আপনারা কী জানেন এটিএম-এর জনক কে? কোথায় তার জন্ম? ভারতে কবে, কার হাত ধরে প্রথম পা রাখে এটিএম?
ক্যাশ বার করা যেতে পারে এমন এটিএম প্রথম ১৯৬৭ সালের ২৭ জুন লন্ডনের বারক্লেজ ব্যাংক লাগানো হয়। জন্মসূত্রে ভারতীয়, স্কটল্যান্ডের বাসিন্দা জন শেফর্ড ব্যারন এই এটিএম আবিষ্কার করেন। ১৯২৫ সালের ২৩ জুন মেঘালয়ের শিলংয়ে জন্মগ্রহণ করেন ব্যারন। তার স্কটিশ পিতা উইলফ্রেড ব্যারন চিটগাঁও পোর্ট কমিশনারসের মুখ্য ইঞ্জিনিয়ার ছিলেন।
২০১০ সালে ৮৪ বছর বয়সে মৃত্যু হয় ব্যারনের। প্রথমে এটিএম-এর ৬ ডিজিটের পিন দেয়ার কথা ভেবেছিলেন ব্যারন। কিন্তু তার স্ত্রী বলেন, ৬ ডিজিট মনে রাখা অনেকের ক্ষেত্রেই সম্ভব হবে না। তাই পরে ৪ ডিজিটের পিনের ওপরই জোর দেন ব্যারন।
অটোম্যাটিক টেলর মেশিন বা এটিএম মানুষের জীবনে বিপ্লব ঘটিয়েছে, এতে কোনও সন্দেহ নেই।
তবে কী ভাবে এটিএম তৈরির আইডিয়া এল ব্যারনের মাথায়?
মাত্র এক মিনিটে দেরি ব্যারনকে এ নিয়ে ভাবাতে শুরু করে। সালটা ১৯৬৫। হঠাৎ টাকার প্রয়োজন পড়ে ব্যারনের। তড়িঘড়ি ব্যাঙ্কে ছোটেন। কিন্তু মাত্র এক মিনিট দেরিতে ব্যাঙ্কে পৌঁছান। ততক্ষণে ব্যাঙ্ক বন্ধ। তখনই তার মাথায় একটি ভাব না ঘুরপাক খেতে শুরু করে। ভাবেন, চকোলেট বার করার মেশিন থাকলে কি এমন কোনো মেশিন হতে পারে না যেখান থেকে ২৪ ঘণ্টা টাকা বার করা যেতে পারে? যেমন ভাবনা, তেমনই কাজ। এর পরই এটিএম বানিয়ে ফেলেন তিনি।
১৯৬৭ সালে লন্ডনে বারক্লেজ ব্যাঙ্কের শাখায় বিশ্বের প্রথম ক্যাশ ডিসপেন্সর মেশিন বা এটিএম বসানো হয়। এই এটিএম-টিই আবিষ্কার করেছিলেন জন শেফার্ড ব্যারন। এই মেশিন ভাউচারের সাহায্যে পেমেন্ট করত, যা প্রথম থেকে ব্যাঙ্কের শাখায় গিয়ে নেওয়া যেত। ব্রিটিশ কোম্পানি ডি লা ইউ-র যন্ত্রপাতির সাহায্যে এই মেশিন বানানো হয়েছিল।
এর পর ১৯৬৮ সালে বারক্লেজ এবং অন্যান্য ব্যাঙ্ক মিলে এমন এটিএম লাগায়, যেখান থেকে টাকা বার করার জন্য কার্ড ব্যবহার করতে হত। ব্যাঙ্ক থেকে প্রথমে এই কার্ডটি নিতে হত। একটি কার্ড এক বারই ব্যবহার করা যেত। কারণ, তা মেশিনে দেওয়ার পর আর বেরত না। পরবর্তী উইথড্রয়ালের জন্য নতুন কার্ড ব্যবহার করতে হত।
১৯৮৭ সালে উপমহাদেশে আসে এটিএম। হংকং এবং শাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশন (HSBC) মুম্বাইয়ে ভারতের প্রথম এটিএম বসায়। মার্কেট রিসার্চ ফার্ম এএম মাইন্ডপাওয়ার সলিউশানের মতে ২০১৫ সাল পর্যন্ত দেশে ২.৩ লক্ষ এটিএম রয়েছে। - টাইমস
১২ অক্টোবর ২০১৪/এমটিনিউজ২৪/আল-আমিন/এসবি