এক্সক্লুসিভ ডেস্ক : মেয়েলি কাজ বা মেয়েলি অভ্যাস বলতে একটা ব্যাপার আমাদের সমাজে বহুল প্রচলিত। এই অভ্যাসের কারণে নারীদের সমালোচনা করতেও পিছপা হন না অনেকে। তবে মেয়েলি এই অভ্যাসগুলো অনেক পুরুষেরাও চর্চা করে থাকেন নিয়মিত। যদিও জানতে চাইলে অনেকেই আবার সরাসরি অস্বীকার করেন। আসুন জেনে নেয়া যাক এমন ছয়টি মেয়েলি অভ্যাস সম্পর্কে যেগুলো পুরুষরা করে থাকেন-
প্রশংসা শুনতে পছন্দ করা
সবাই বলেন নারীরা প্রশংসা শুনতে পছন্দ করেন বেশি। কিন্তু পুরুষরা কি প্রশংসা পছন্দ করেন না? অবশ্যই করেন। কিন্তু নিজের গুণের বা চেহারার প্রশংসা শুনতে পছন্দ করলেও মুখে স্বীকার করেন না কোনো পুরুষ। কারণ প্রশংসা শুনে খুশি হওয়ার বিষয়টা মেয়েলী মনে হয় তাদের কাছে।
ফর্সা হওয়ার চেষ্টা করা
ফর্সা দেখানোর জন্য নানা রকম চেষ্টা করার ব্যাপারটি আপাত দৃষ্টিতে মেয়েলি মনে হলেও অনেক পুরুষই কিভাবে নিজেকে ফর্সা দেখানো যায় সেই চেষ্টা করেন। যেসব পুরুষের গায়ের রঙ ফর্সা না তারা কি পড়লে তাকে ফর্সা দেখাবে কিংবা কোন প্রসাধনী মাখলে গায়ের রঙ ফর্সা করা যায় সেটা নিয়ে বেশ খোজ খবর রাখেন। কিন্তু এই বিষয়টি সহজে তারা স্বীকার করেন না।
চোখের পানি ফেলা
পুরুষরা কি কাঁদে না? অবশ্যই কাঁদে। কারণ কান্না হলো মানুষের স্বাভাবিক একটি আবেগের বহিপ্রকাশ। খুব বেশি মন খারাপ হলে অথবা অনেক বেশি কষ্ট পেলে পুরুষদের চোখেও আসে পানি। কিন্তু সেটা প্রকাশ করতে লজ্জা পায় অধিকাংশ পুরুষ। কারণ কান্না বিষয়টি তাদের কাছে পুরোপুরিই মেয়েলী একটি ব্যাপার মনে হয়।
শপিং করতে দীর্ঘ সময় ব্যয় করা
নারীরা নাকি কেনাকাটায় অনেক বেশি সময় ব্যয় করে। অনেক পুরুষেরই এই বিষয়টি নিয়ে অদভিযোগ থাকে। কিন্তু নিজের জন্য পছন্দের পোশাক কেনার বেলায় কিন্তু পুরুষরা অনেক সময় নারীদের থেকেও বেশি খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। ঘন্টার পর ঘন্টা এই দোকান ওই দোকান ঘুরে কেনাকাটা করে অনেক পুরুষই। কিন্তু প্রশ্ন করলে বিষয়টি সহজে স্বীকার করবেন না বেশিরভাগ পুরুষ।
গসিপ করা
নারীদের মত পুরুষরাও গসিপ করে। কে কি করেছে, কার বাসায় কি হয়েছে ইত্যাদি নানা ব্যাপারে বন্ধুদের আড্ডায় কথা তুলে তাঁরা। বেশ মজা করে আগ্রহ সহকারেই গসিপ করতে পছন্দ করেন অধিকাংশ পুরুষ। কিন্তু বিষয়টি স্বীকার করেন চান না তারা।
হিন্দি সিরিয়াল দেখা
আমাদের দেশে মেয়েদের হিন্দি সিরিয়াল দেখা নিয়ে পুরুষের অভিযোগের কমতি নেই। কিন্তু সত্য হচ্ছে, তারা নিজেরাও হিন্দি সিরিয়াল দেখে থাকেন। বিশ্বাস হলো না? ফেসবুকে খুঁজেই দেখুন। হিন্দি সিরিয়ালের পেজ গুলোতে লাইক দেয়া প্রচুর পুরুষ পাবেন!
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/