বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০২:৪৭

মায়ের পিঠে সন্তানের পাড়ি

মায়ের পিঠে সন্তানের পাড়ি

এক্সক্লুসিভ ডেস্ক : সুসময়ে কিংবা দুঃসময়ে সব সময়েই মা। পশু হোক কিংবা মানুষ হোক সন্তানকে বুকের কাছে আগলে রাখতে মা কখনো পিছপা হন না। নিজে জ্বলে যাবেন, পুড়ে যাবেন কিংবা বানের জলে ভেসে যাবেন, প্রয়োজনে না খেয়ে মরে যাবেন তবু সন্তানের শরীরে এতটুকো ফুলের আচড় পড়তে দেবেন না।

ছবিতে নিজের তুলতুলে তিনটি ছানাকে পিঠে তুলে বড় একটি জলাভুমি পাড়ি দিচ্ছেন মা ভালুক। নিজে ভিজছেন কিন্তু ধূসর রঙের তিনটি ছানাকে তবু ভিজতে দিচ্ছেন না।

মা ও সন্তান সম্পর্কের এমন জাদুকরি ছবিটি তুলেছেন নরওয়ের পর্যটক জন ল্যাঙ্গেল্যান্ড। ছবিটি দক্ষিণ অলাস্কার শীতপ্রধান কাটমাই ন্যাশনাল পার্ক থেকে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে