এক্সক্লুসিভ ডেস্ক : এক বাক্যে বলা যেতে পারে, পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান, সাহসী মানুষ জর্জ কৌরোনিস। তিনি নরকদর্শন করলেন তারসঙ্গে আমাদেরকেও করালেন।
জর্জ কৌরোনিস ও তার বন্ধু সাম কসম্যান হলেন বিখ্যাত এক্সপ্লোরার। প্রকৃতিকে চ্যালেঞ্জ জানানোই তাদের নেশা।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাছে ভানুয়াটু দ্বীপমালায় রয়েছে মারাম জ্বালামুখ। একটি সক্রিয় আগ্নেয়গিরি। তার মুখে টগবগ করে ফুটছে জ্বলন্ত লাভা। কয়েকশো ফুট ছিটকে আছাড় খাচ্ছে লাভার স্রোত।
এইরকম এক ভয়ঙ্কর, বিপদসংকুল পাহাড়খাতের সামনে ঈশ্বরীয় সৃষ্টিকে উপলব্ধি করলেন জর্জ কৌরোনিস। কয়েক ঘন্টা তিনি স্বয়ং মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে রইলেন। তাই মৃত্যুকে ভয় করার কোনও প্রশ্ন ওঠেনি তাদের কাছে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/