বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৫:৫৭

৯০ বছরের দুই 'কুমারী'র বিয়ে!

৯০ বছরের দুই 'কুমারী'র বিয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক: শেষ জীবনে বুঝি আর একা থাকতে পারলেন না। তাই একাকিত্ব দুরে সরিয়ে ৭২ বছরের ভালোবাসার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবতিপর দুই 'যুবতী'।

লেসবিয়ান কাপল ভিভিয়ান বোয়্যাক (৯১) এবং অ্যালিস 'নোনি' ডিউব (৯০) ৭২ বছরের ভালোবাসার পর বিয়ে করলেন। ৯-এর কোঠায় বয়স, হাঁটতে-চলতেও পারেন না। হুইল চেয়ারে বসেই নিজেদের ভালোবাসাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তাঁরা। শনিবার ডেভেনপোর্টের একটি চার্চে বিয়ে করেন ভিভিয়ান এবং অ্যালিস।

তাদের পরিবার এবং বন্ধুদের উদ্দেশ্যে রেভারেন্ড লিন্ডা হানসাকের বলেন, 'বহু বছর আগেই এই বিবাহ সম্পন্ন হওয়া উচিত ছিল।'

লোয়ার ইয়েলে বাড়ি ভিভিয়ান এবং অ্যালিসের। ছোটবেলা থেকে একই সঙ্গে বেড়ে ওঠেন তারা। ১৯৪৭ সালে ডেভেনপোর্টে চলে আসেন ভিভিয়ান এবং অ্যালিস। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করতেন ভিভিয়ান এবং বেতন সংক্রান্ত কাজকর্ম দেখতেন অ্যালিস।

বিয়ের পর উচ্ছ্বসিত অ্যালিস বলেন, তারা খুব ভালো সময় কাটিয়েছেন। একসঙ্গে ৫০টি রাজ্য ঘুরে ফেলেছেন। কানাডার সমস্ত প্রভিন্স এবং ২ বার ইংল্যান্ড ভ্রমণেও গিয়েছিলেন তারা। ভিভিয়ান বলেন, এত বছর ধরে সম্পর্ক বজায় রাখার জন্য প্রচুর ভালোবাসার প্রয়োজন।

দু'জনেরই দীর্ঘকালের বন্ধু জেরি ইয়েস্ট (৭৩) জানিয়েছেন, তাদের ইয়ার্ডে কাজ করতেন, তখনই ভিভিয়ান এবং অ্যালিসের সম্পর্কের ব্যাপারে জানতে পারেন। তিনি বলেন, 'আমি এই দুই মহিলাকে বহু দিন ধরে চিনি। আমি বলতে পারি, এঁরা খুব স্পেশ্যাল।'

২০০৯ সালে লোয়ায় সমকামী বিবাহ আইনি ঘোষিত হয়। ওই দুই মহিলাই জানিয়েছেন, 'যে কোনও সময়েই নতুন অধ্যায় শুরু করা যায়, কিছুই দেরি হয় না।'
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে