বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৭:০৮

প্রকৃত বন্ধু কে? আজও মেলেনি যে প্রশ্নের উত্তর

প্রকৃত বন্ধু কে? আজও মেলেনি যে প্রশ্নের উত্তর

এক্সক্লুসিভ ডেস্ক : বন্ধুত্ব কিসে হয়? কিভাবে একটি সুন্দর বন্ধুত্বের বন্ধনে জড়ানো যায়? বন্ধুত্বের বদবী বা সময় কত? আজও মেলেনি যে প্রশ্নের উত্তর। না বন্ধুত্বের সত্যিই কোনও পদবী হয় না... হয় না কোনও এক্সপায়ারি ডেট! শুধু থাকে একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং ভরসা। আর অটুট বিশ্বাস।

তবে এটাও ঠিক,হাত বাড়ালেই সবাই বন্ধু হয় না। তাহলে শর্তের সব গণ্ডি পেরিয়ে বন্ধু হওয়া যায় কখন?

সব থেকে খারাপ মুহূর্তেও যখন তাঁরা নির্দ্বিধায় আমাদের পাশে থাকেন। শুধু তাই নয়, যখন আমরা নিজেরাই নিজেদের থেকে মুখ ফিরিয়ে নিই, তখন তাঁরাই শক্ত করে হাতটা ধরে থাকেন...

ভুল করলে চোখে আঙুল দিয়ে সেটা ধরিয়ে দিতে বিন্দুমাত্র পিছ-পা হন না তারা। তাতে কিছুদিনের জন্যে কথা বলা বা মুখ দেখাদেখি বন্ধ থাকলেও কিচু আসে যাই না!

আপনার যে কোনও প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক কথা তারা ধৈর্য্য ধরে শোনেন। সময়? সে ভোর চারটেই হোক না... তাতে কী!

রিয়্যালিটি চেক বলতে যা বোঝায়, এরা ঠিক তাই। মিথ্যে প্রশংসা নয়, সত্যির মুখোমুখি আপনাকে টেনে এনে দাঁড় করাতে পারেন একমাত্র এরাই।

আপনার সোশাল স্টেটাস নয়, এদের কাছে প্রায়রিটি শুধুমাত্র নিখাদ বন্ধুত্ব।

যতই চড়াই-উত্‍‌রাই দিয়ে আপনাদের সম্পর্ক যাক না কেন, এক ডাকেই সব মান অভিমান যেখানে নিমেষেই উধাও হয়ে যায়, প্রকৃত বন্ধুত্ব তো সেটাই...
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে