বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩২:৫২

স্ত্রীর অভিমান ভাঙাতে করণীয়

স্ত্রীর অভিমান ভাঙাতে করণীয়

এক্সক্লুসিভ ডেস্ক : সংসার মানেই হাসি-কান্না, আনন্দ-বেদনা সহ আরও কত কি। বিশেষ করে একসাথে চলতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এতে করে স্বামী অল্পবিস্তর কষ্ট পেলেও, স্ত্রীরা সেই অভিমান পুষে রাখেন অনেক দিন। তাই এই ধরনের অভিমানের বিষয়গুলো যেন খুব দীর্ঘস্থায়ী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ দীর্ঘদিন ধরে এই অভিমান চলতে থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে যে সুন্দর সম্পর্কটি রয়েছে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। স্বামীরা কিছু উপায় অবলম্বন করে এই ধরনের মান-অভিমানের বিষয়গুলো এড়িয়ে যেতে পারেন-    

প্রতিজ্ঞা রক্ষার চেষ্টা করুন
স্ত্রীর কাছে কোনো প্রতিজ্ঞা করলে বা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার চেষ্টা করুন। ভুলবশত তার রাগের কারণে বড় কোনো অঙ্গীকার করা ঠিক না। যদি কখনো কোনো অঙ্গিকার ভঙ্গ করেই থাকেন তবে তা না লুকিয়ে বরং তার কাছে দুঃখ প্রকাশ করুন।

স্ত্রী রেগে গেলে সঙ্গে সঙ্গে যুক্তি ‍দিতে যাবেন না
মানুষ যখন প্রচণ্ড রেগে যান, তখন কোনো কথা সে শুনতে পছন্দ করবে না। তাই কথা না বলে শুধু তার দিকেই দৃষ্টি রাখুন। এমন কিছু করবেন না যাতে সে রেগে যায়। আবার তার রাগকে তাচ্ছিল্যও করবেন না। রেগে গেলে তর্ক বা পাল্টা যুক্তি উপস্থাপন করবেন না বরং তার সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, অনেক সময় রাগান্বিত অবস্থায় কোনো যুক্তি উপস্থাপন করলে তা আরও রাগের কারণ হয়ে দাঁড়ায়। আস্তে করে আপনার বৌটির পাশে বসুন, স্ত্রী শান্ত না হওয়া পর্যন্ত কিন্তু ভুলকরেও রাগের বিষয় জানতে চাইবেন না। রাগের কারণ জানার জন্য কিছু সময় অপেক্ষা করুন যতক্ষণ না আপনার স্ত্রী শান্ত বা প্রাণবন্ত না হয়।

কখনও আঘাত করবেন না
অনেক সময় স্ত্রী আবেগ প্রকাশের জন্যও রাগ দেখায়। বিশ্বজুড়ে এটি স্ত্রীদের একটি বিশেষ ‍বৈশিষ্ট। তার রাগের কারণ হতে পারে আপনার আচরণ, চাকরি কিংবা  খোঁচা মেরে কথা বলা। আবার এও হতে পারে, সে যা বলে তা সম্পর্কে নিজেও অবহিত নয়। এসময় তাকে শান্ত করার চেষ্টা করুন। পরবর্তীতে দুজনে বিষয়টি নিয়ে বসুন, নতুন করে হাল ধরুন। মনে রাখবেন, ভুলেও কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না। এটি কাপুরুষতার অন্যতম লক্ষণ বলে গণ্য করা হয়।

স্ত্রী কিসে খুশি হয় সেটি খুঁজে বের করুন
প্রতিটি নারীর কিছু দুর্বল জায়গা থাকে। কিছু কিছু সাধারণ বিষয় থাকে যাতে আপনার বধুটি খুব অল্পতে পটে যায়। খুঁজে খুঁজে তার একটি তালিকা তৈরি করে নিন। নিয়মিত তা মেনে চলার চেষ্টা করুন।

প্রয়োজনে আত্মসমর্পন করুন
আপনি আপনার স্ত্রীর মতের সঙ্গে একমত নন কিন্তু শান্ত করার জন্য একমতের ভান করতে পারেন। তাকে শুধু প্রকাশ করুন তার কথার সঙ্গে আপনি একমত। হতে পারে তা আপনার মাথা নাড়ানোর মাধ্যমে, মাঝেমধ্যে তাকে প্রকাশ করুন আপনার বশ্যতা। রাগের সময় এমন কিছু করবেন না যাতে সে আরও রেগে যায়। যত তাড়াতাড়ি সম্ভব তার রাগ থামিয়ে শান্ত করতে হবে।

নিজেকে শুধরে নিতে পারে তার বিষয়ে পরামর্শ দিন।
মনে রাখবেন, অধিকাংশ নারী রেগে গেলে তা মুখে প্রকাশ করে। এটি তাদের হরমোনের কারণে হয়ে থাকে। আপনি যদি রাগের সময় তাকে শান্ত হতে সাহায্য করেন তাহলে সে পরবর্তীতে শুধু আপনার কাছে শান্তির জন্য সব বলবে। আর ঝগড়া তাকে বিরক্ত ও হতাশ করবে।

খোঁচা নয় পরামর্শ দরকার
অনেক কারণেই আপনার স্ত্রীর মনে রাগ ক্ষোভ জমে থাকতে পারে। হেতে পারে এটি আপনার বাবা মায়ের কারণেও। তাই সে হঠাৎ আপনার সঙ্গে কঠিন করে কথা বললে তার প্রতিউত্তর না দেয়ারই চেষ্টা করবেন। তাকে তার অতীত, পারিবারিক অবস্থা, স্বভাব নিয়ে খোঁচা দেবেন না। বরং কিভাবে সমস্যার সমাধান করা যায় বা সে
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে