জ্যামে পড়ে রাস্তায় বিয়ে!
এক্সক্লুসিভ ডেস্ক : জ্যামে পড়ে রাস্তায় বিয়ে- কথাটি বেমানান মনে হলেও ঘটেছে তাই। পহেলা অক্টোবর দুপুর একটায় চীনের জেশিয়াং প্রদেশের চিঝি শহর থেকে রওনা হন কনে ইয়ান মেংঝিয়া।
দিনটি তার জীবনের একটি বিশেষ দিন। কনে যাবেন সেই ইয়ংকাং শহর, সেখানে এক হোটেলে তার জন্য অপেক্ষায় আছেন বর এবং অতিথিরা। কিন্তু জ্যাম ঠেলে তিনশ’ কিলোমিটার পথ পাড়ি দেয়া চাট্টিখানি কথা নয়। দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে সুন্দরী হব বধূর।
ট্রাফিক জ্যামে আটকা পড়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়া যে খুবই কঠিন। পরিশেষে রাস্তার পরিস্থিতি জানতে এফএম-৯৩ ট্রাফিক রেডিওতে ফোন করেন ইয়ান।
কিন্তু তাতে তিনি যা শুনতে পারলেন কোনোভাবেই সন্ধ্যার মধ্যে বিয়ের আসরে পৌঁছানো সম্ভব নয়। অগত্যা যোগাযোগ করলেন হবু স্বামীর সঙ্গে।
বিয়ের অনুষ্ঠান সরাসরি প্রচারের জন্য ওই রেডিওকেই ভাড়া করেন তারা। এরপর গাড়িতে বসেই বিয়ের মন্ত্র পড়লেন ইয়ান। রেডিও'র কল্যাণে অভিনব এ বিয়ের গল্প ততক্ষণে চাউর হয়ে যায় চীনে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস