বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৯:২৩

সহকর্মী যদি হয় প্রেমিকা

সহকর্মী যদি হয় প্রেমিকা

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন চাকরি করছেন। অফিসে অনেক সহকর্মী। নতুন হিসেবে আপনাকে যেন একটু সহযোগিতা করে সে জন্য আপনার একজন সহকর্মীকে বলে দিয়েছেন অফিসের বস। এতে আপনার ভালোই হলো। আর যার কাছ থেকে আপনি সহযোগীতা পাবেন তিনি একজন মেয়ে। সে মেয়েটি আপনাকে বেশ সহযোগীতা করে যাচ্ছে। একদিন মেয়েটি আপনাকে বলে বসলো সে আপনাকে পছন্দ করে। আপনার প্রতি তার ভালোবাসাও প্রকাশ করেছে। তাহলে কি করবেন? প্রেমই করবেন।

অফিস বলতে আমি আপনি বুঝি, মিটিং, ডেডলাইন, প্রজেক্ট। এই কাজের চাপেও প্রেম করা যায়। আপনার পছন্দের মানুষটি যদি আপনার অফিসের হন তাহলে তো আপনি আর অফিস ছেড়ে প্রেম করবেন না। অফিসে বসেই কাজের পাশাপাশি সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে। কারণ, জীবনে সব কিছুর প্রয়োজন আছে। চলুন জেনে নিই এমনটা হলে কী করবেন আর কী করবেন না-

যা করবেন:
আপনার সঙ্গী যদি ঊর্ধ্বতন হন,তাহলে তার সঙ্গে সেরকম ব্যবহার করুন। আর অধস্তন হলে কাজের ব্যপারে টুকিটাকি সাহায্যও করুন।
একে অপরের সঙ্গে সহজ ভাবে মিশুন। কারোর যেন মনে না হয় যে, খঙঠঊ ১আপনারা গল্প গুজব করে সময় নষ্ট করছেন।
দিনের শেষে সময় নিন ফোনে কথা বলার জন্য।
অফিসের পর সঙ্গীর সঙ্গে সময় কাটান।
বাকি সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক ভাবে মিশুন।

যা করবেন না:
আবেগকে প্রশ্রয় দেবেন না।
অযথা গল্প করবেন না।
অফিসে বসে ঘনঘন মোবাইলে চ্যাট করবেন না।
কোনরকম কনফিডেনশিয়াল কথা আলোচনা করবেন না অফিস চলাকালীন।

অফিসে সবার সঙ্গে সমান ভাবে মিশুন। কাজ কে গুরুত্ব দিন। নিজের সম্পর্ককে নিয়ে অযথা পাবলিসিটি করবেন না। কাজের জগৎ থেকে নিজের পার্সোনাল জগৎ যত আলাদা রাখবেন তত আপনার ব্যক্তিগত সম্পর্ক সমৃদ্ধ হবে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে